শিরোনাম
◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু ◈ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফায় চট্টগ্রাম বন্দর ◈ ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি ◈ গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প: বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনেতা মাসুম আজিজের শারীরিক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক: [২] জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা ও নির্মতা মাসুম আজিজ। পরদিন রোববার তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। ওই দিন রাতে চিকিৎসকদের পরামর্শে মাসুম আজিজের স্বজনরা তাকে বাসায় নিয়ে যান। জাগো নিউজ

[৩] বাসায় গিয়ে আবারও অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সোমবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আবারও ভর্তি করা হয় তাকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

[৪] তিনি জানান, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। কার্ডিওলজিস্ট ডা. মাকসুমুল হকের তত্ত্বাবধানে রয়েছেন মাসুম আজিজ।

[৫] গোলাম কুদ্দুছ বলেন, ‘রোববার তার করোনা রেজাল্ট নেগেটিভ আসে। এরপর বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু বাসায় ফিরেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। যার জন্য তাকে আজ (সোমবার) ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এখন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা বলতে পারবেন তার কী সমস্যা হয়েছ!’

[৬] দেশবাসীর কাছে মাসুম আজিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

[৭] মঞ্চ, টিভি নাটকের প্রবীণ অভিনেতা মাসুম আজিজ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে তার হার্টের চারটি ব্লকে বাইপাস সার্জারি করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি বাধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি।

[৮] মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন।

[৯] চলতি প্রজন্মের অনেক নির্মাতার পরিচালনায় অভিনয় করেছেন। মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় কিছুদিন আগেই মঞ্চে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০ এর অধিক নাটকে অভিনয় করেছেন। এছাড়া বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়