শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

অহিদ মুুকুল, নোয়াখালী : [২] জেলার সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে শ্বাসকষ্ট, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি সাবেক ব্যাংক কর্মকর্তা ছিলেন।

[৩] রোববার দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ওই ব্যাংক কর্মকর্তা গত ৮-৯দিন ধরে শ্বাসকষ্ট, কাশি ও জ্বরে ভুগছিলেন। বাড়ীতে থেকে তার চিকিৎসা চলছিল।

[৫] রোববার দুপুরে শরীরের জ্বরের মাত্রা বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

[৬] রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মৃতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

[৭] এবিষয়ে কথা বলতে জেনারেল হাসপাতালের আরওএমও ও করোনা ফোকাল পার্সন ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিমের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

[৮] জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, প্রচন্ড জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই রোগীকে দুপুর ১টার দিকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির ১৫মিনিট পর ওই ইউনিটে তিনি মারা যান। মৃত ব্যক্তির শরীরের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি আক্রান্ত ছিলেন কি না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়