শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন কার্যকরে কাউন্সিলররা প্রস্তুত, নির্দেশের অপেক্ষায়, বললেন মেয়র আতিকুল

সুজিৎ নন্দী : [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বার বার সুনির্দিষ্ট তালিকা চাইলেও দিতে পারেনি স্বাস্থ্য অধিদফতর। তাই বাস্তবায়ন করা হচ্ছে না জোন ভিত্তিক লকডাউন। শুধু জোন ভাগ করে একটা খসড়া পাঠানো হয়েছে।

[৩] রোববার জোন ভিত্তিক লকডাউন বিষয়ে প্রশ্ন করলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম একথা বলেন।

[৪] এ সময় মেয়র বলেন, রাজধানীসহ সারা দেশে করোনা আক্রান্ত রোগীর হার বিবেচনায় তিনটি জোনে ভাগ করার ঘোষণা দিয়েছে সরকার। তবে সেই জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়নে দুই পক্ষের মধ্যে চলছে রশি টানাটানি অবস্থা। যারা বাস্তবায়ন করবেন বিশেষ করে সিটি করপোরেশন তারা বলছেন সুনির্দিষ্ট ম্যাপিং দিলে লকডাউন করবো। এদিকে স্বাস্থ্য অধিদফতর রেড, ইয়েলো এবং গ্রিন জোনের তালিকা পাঠিয়ে বসে আছে। পরবর্তী নির্দেশনা দিচ্ছে না।

[৫] তিনি বলেন, আমি কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে প্রত্যেককে প্রস্তুত থাকতে বলেছি। এরইমধ্যে আমরা পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন করে অভিজ্ঞতা অর্জন করেছি।

[৬] তিনি আরও বলেন, প্রথমে কিন্তু রাজাবাজারকে রেড জোন চিহ্নিত করা হলো। পরে আমরা সার্ভে করে দেখলাম সেটা রাজাবাজার না, শুধু পূর্ব রাজাবাজার। তাই আমরা চাই সুনির্দিষ্ট ম্যাপিং।

[৭] মেয়র বলেন, আমাদের নগরবাসীর জীবন-জীবিকা দুটোই দেখতে হবে। তাই বলবো যদি সুনির্দিষ্ট চিহ্নিত করে দেওয়া হয় তাহলে আমরা ওই বাড়িটি লকডাউন করে দিতে পারতাম। আমাদের বিশেষজ্ঞ কমিটি, টেকিনিক্যাল কমিটি যেভাবে বলবে সেভাবেই কাজ করবে। তারা যত তাড়াতাড়ি সুনির্দিষ্ট তালিকা দিবে আমরা তত তাড়াতাড়ি কাজ করতে পারব। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়