শিরোনাম
◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ ◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি ◈ চট্টগ্রাম ইপিজেডে আগুনে ধসে পড়ছে কারখানার ভবন (ভিডিও) ◈ অর্থ ফেরত এলে ব্যাংকিং খাত আরও স্থিতিশীল হবে’ — গভর্নর আহসান এইচ মনসুর ◈ নারী বিশ্বকা‌পে বাংলাদেশ‌কে ১০ উই‌কে‌টে হা‌রা‌লো অ‌স্ট্রেলিয়া

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে অনলাইনে, বিকেলে অনলাইনে ভাষণ দেবেন শেখ হাসিনা

সমীরণ রায়: [২] আগামী ২৩ জুন উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে দলটির জন্ম হয়। কোভিড-১৯ -এর কারণে শারীরিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি।

[৩] জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পুরোটাই পালিত হবে অনলাইনে। এ উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নেতাদের উদ্দেশে বিকাল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জুমের মাধ্যমে বৈঠক করবেন আওয়ামী লীগের শীর্ষনেতারা। দলের ফেসবুক পেজে দু’দিনব্যাপী বিষয়ভিত্তিক আলোচনা চলবে, যা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে।

[৪] পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের ছোট একটি প্রতিনিধি দল স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া ধানমন্ডি ৩২ তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

[৫] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, সব কিছু হবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়