শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে অনলাইনে

সমীরণ রায়: [২] আগামী ২৩ জুন উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে দলটির জন্ম হয়। কিন্তু কোভিড-১৯-এর মতো বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় শুধু বাংলাদেশ নয়, বিশ্বকেই হিমসিম খেতে ইচ্ছে। তবে ২০২০ সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। তাই বঙ্গবন্ধুরব জন্মশতবর্ষে আড়ম্বর ও জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পরিকল্পনা ছিল দলটির। এ পরিকল্পনা ভেস্তে গেছে শুধু কোভিড-১৯ -এর কারণে। তাই শারীরিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি।

[৩] জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পুরোটাই পালিত হবে অনলাইনে। এ উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নেতাদের উদ্দেশে বিকাল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জুমের মাধ্যমে বৈঠক করবেন আওয়ামী লীগের শীর্ষনেতারা। দলের ফেসবুক পেজে দু’দিনব্যাপী বিষয়ভিত্তিক আলোচনা চলবে, যা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। পাশাপাশি ২৩ জুন ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের কেন্দ্রীয় নেতাদের ছোট একটি প্রতিনিধি দল শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া ধানমন্ডি ৩২ তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

[৪] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, অদৃশ্য করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব কুপোকাত। তাই স্বাস্থ্য বিধি মেনে অনলাইনে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। তবে সব কিছু হবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী।

[৫] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিবারই উৎসবের মধ্য দিয়ে পালিত হয়। তবে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না। তাই শরীরিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে অনলাইনে সীমিত পরিসরে পালন করবে আওয়ামী লীগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়