শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় বিধবাকে কুপিয়ে লুটপাটের অভিযোগ

জুলফিকার আমীন, মঠবাড়িয়া : [২] জমি নিয়ে বিরোধে পিরোজপুরের মঠবাড়িয়ায় ফুলমতি (৫৫) নামে এক বিধাব নারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এসময় ওই নারীর গোয়াল ঘর ভেঙে ফেলাসহ বসত ঘরে ভাংচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই নারী ৩ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ফুলমতি উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের মৃত মমতাজ কাজীর স্ত্রী।

[৩] আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের মমতাজ কাজীর জমিতে সীমানা নির্ধারণ করে গত ৬০ বছর ধরে ৭৮ শতাংশ জমির ওপর বসবাস করে আসছে। প্রতিবেশী নূর হোসেনের ছেলে আফজাল ভাড়াটিয়া লোকজন নিয়ে সম্প্রতি ওই সীমানা লঙ্ঘন করে নালা কেঁটে অবৈধভাবে জমি দখল করতে আসে।

[৪] এঘটনায় মৃত মমতাজ কাজীর ভাই আলম কাজি বাদি হয়ে আফজাল সহ ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি শান্ত করে স্থানীয়ভাবে শালিস বৈঠকে বসার পরামর্শ দেন। ওই শালিস চূড়ান্ত হবার আগেই গত শুক্রবার (১৯ জুন) আফজাল, খলিল হাওলাদার, আনোয়ার হাওলাদার, রাজু, মন্টু, সালাউদ্দিনসহ অজ্ঞাত ৫-৬ ব্যক্তি পুণঃরায় ওই সীমানা লঙ্ঘন করে গোয়াল ঘর ভেঙে নালা কেঁটে অবৈধভাবে জমি দখল করতে আসে। এসময় ফুলমতি বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বসত ঘরে লুটপাট চালায়।

[৫] এব্যাপারে আনোয়ার হাওলাদার বলেন, ওই বাড়ির পাশের জমি তারা ক্রয় করেছেন। ওই সীমানায় তারা জমি পাবেন। হামলা ও লুটপাটের ঘটনায় কোন মন্তব্য করেনি।

[৬] শালিস প্রধান মুক্তিযোদ্ধা নুর হোসেন বলেন, শালিস চূড়ান্ত হবার আগে জমি দখলে নেয়ার চেষ্টা ও হামলা করা ঠিক হয়নি।

[৭] মঠবাড়িয়া ওসি মাসুদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়