শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিবাসীদের বৈধকরণের দাবিতে গ্রিসে আন্দোলন

ডেস্ক রিপোর্ট : [২] অভিবাসীদের বৈধকরণসহ সকল সুবিধা আদায়ের দাবিতে শনিবার আন্দোলনে কেঁপে উঠেছে গ্রিস। অমোনিয়া স্কয়ারে ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন রিফিউজি সংগঠনের উদ্যোগে এ আন্দোলন করা হয়। স্থানীয় সময় দুপুর দুইটা থেকে আন্দোলন শুরু হয়ে দেশটির সংসদ ভবন সিনটাগমা পর্যন্ত গিয়ে থেমেছে।

[৩] জানা যায়, অভিবাসী ও শরণার্থীদের উচ্ছেদ, বাসস্থান ব্যবস্থা, গ্রিক সরকারের সাম্প্রতিক প্রশ্নবিদ্ধ আইন, এস্যাইলাম আইন শিথিলকরণ, সীমান্ত সমাধান এবং বৈধতার এই আন্দোলনে স্থানীয় গ্রিক জনগণ এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের ঢ্ল নেমেছিল।

[৪] আন্দোলনে বিভিন্ন দেশের অভিবাসীদের দেখা গেলেও এক পর্যায়ে বাংলাদেশি অভিবাসীদের বন্যা বয়ে গেছে। হাজারো বাংলাদেশিকে গণমিছিল করতে দেখা যায়।

[৫] গ্রিসের ইতিহাসের এরকম আন্দোলন খুব বেশি দেখা না গেলেও সাম্প্রতিক গ্রিক সরকারের শরণার্থী ও অভিবাসীদের বিপক্ষে প্রশ্নবিদ্ধ আইনকরণ, এস্যাইলাম কঠোরতা, সীমান্ত বন্ধ এবং শরণার্থী শিবির থেকে উচ্ছেদকরণের ফলে প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে এবং আগামীতে বেশ কয়েকটি আন্দোলনের প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়