শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে আওয়ামী লীগ সভাপতির ভাই ইয়াবাসহ আটক

বরিশাল প্রতিনিধি : [২] বরিশালে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাইকে মাদকদ্রব্যসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মেহেদী হাসান ওরফে সাহেব সিকদার (৪৪) নামের কথিত যুবলীগ নেতাকে হিজলা উপজেলা থেকে শুক্রবার বিকেলে আটক করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান টিপু সিকদারের ছোট ভাই মেহেদী হাসানের কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। শনিবার সকালে এক ইমেল বার্তা বরিশাল র‌্যাব রুপাতলী অফিস কার্যালয় বিষয়টি নিশ্চিত করে।

[৩] স্থানীয় একাধিক সূত্র জানায়- কথিত যুবলীগ নেতা ও উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত হাসান মাহামুদের ছেলে মেহেদী হাসান প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাস চালানোর পাশাপাশি মাদক বাণিজ্য করে আসছিল। ঘটনাবলীতে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। বিভিন্ন সময়ে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও জামিনে মুক্ত হয়ে ফের মাদক বাণিজ্যে জড়িয়ে পড়ে।

[৪] র‌্যাব অফিস সূত্র জানায়- নরসিংহপুর এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের খবর পেয়ে তাদের একটি টিম শুক্রবার সন্ধ্যাপূর্ব সেখানে হানা দেয়। এসময় র‌্যাবের গাড়ি দেখে মাদক বিক্রেতা মেহেদী হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। পরে স্বীকারোক্তি অনুসারে শরীরে তল্লাশি চালিয়ে ২২০ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৬৩০ টাকা উদ্ধার করে।

[৫] এই ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে হিজলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে শনিবার আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়