শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে আওয়ামী লীগ সভাপতির ভাই ইয়াবাসহ আটক

বরিশাল প্রতিনিধি : [২] বরিশালে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাইকে মাদকদ্রব্যসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মেহেদী হাসান ওরফে সাহেব সিকদার (৪৪) নামের কথিত যুবলীগ নেতাকে হিজলা উপজেলা থেকে শুক্রবার বিকেলে আটক করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান টিপু সিকদারের ছোট ভাই মেহেদী হাসানের কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। শনিবার সকালে এক ইমেল বার্তা বরিশাল র‌্যাব রুপাতলী অফিস কার্যালয় বিষয়টি নিশ্চিত করে।

[৩] স্থানীয় একাধিক সূত্র জানায়- কথিত যুবলীগ নেতা ও উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত হাসান মাহামুদের ছেলে মেহেদী হাসান প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাস চালানোর পাশাপাশি মাদক বাণিজ্য করে আসছিল। ঘটনাবলীতে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। বিভিন্ন সময়ে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও জামিনে মুক্ত হয়ে ফের মাদক বাণিজ্যে জড়িয়ে পড়ে।

[৪] র‌্যাব অফিস সূত্র জানায়- নরসিংহপুর এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের খবর পেয়ে তাদের একটি টিম শুক্রবার সন্ধ্যাপূর্ব সেখানে হানা দেয়। এসময় র‌্যাবের গাড়ি দেখে মাদক বিক্রেতা মেহেদী হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। পরে স্বীকারোক্তি অনুসারে শরীরে তল্লাশি চালিয়ে ২২০ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৬৩০ টাকা উদ্ধার করে।

[৫] এই ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে হিজলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে শনিবার আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়