শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যেই জনগণ

সাজিয়া আক্তার : [২] গত ১৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয় নতুন করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় লাল হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ, হলুদ হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ। এই দুই এলাকায় সাধারণ ছুটি থাকবে। কিন্তু ওইদিন বিকেলেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করে বলা হয়েছে লাল জোনে ছুটি থাকবে। যেমন ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ছুটি চলার কথা। কিন্তু ঢাকা শহরের লোকজনের চলাচল দেখলে বোঝার উপায় নেই কোন এলাকা লাল জোন। কোন এলাকা সাধারণ ছুটির আওতায় পড়েছে। চ্যানেল আই

[৩] গত ১৫ মে পাবলিক হেলথ অ্যাডভাইজার কমিটি করোনা সংক্রমণ প্রতিরোধে ঢাকাসহ দেশের বড় বড় শহর এলাকায় লকডাউন করার পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুযায়ী প্রায় এক মাস পর ১১ জুন লকডাউন নিয়ে কাজ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে ১৩ সদস্যের কেন্দ্রীয় কারিগরি গ্রুপ করা হয়েছে। তারা রাজধানীর ৪৫টি এলাকাকে লাল জোন হিসেবে চিহ্নিত করেছে।

[৫] প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এই সংখ্যা নিয়েও আবার কারো কারো ভেতর মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করে এ সংখ্যা দ্বিগুনেরও বেশি। কারণ অনেক মানুষ করোনা পরীক্ষা করতে এসে ফিরে যাচ্ছে। অনেক জায়গায় ঠিক কতজন আক্রান্ত হচ্ছে সেই হিসেব রাখারও লোকের অভাব রয়েছে। সব মিলিয়ে মানুষের ভেতর আতঙ্ক বিরাজ করছে।

[৬] লকডাউন কতটা জরুরি সেটা নিয়ে সংশ্লিষ্ট মহলের ভেতর আগ্রহের অভাব দেখা যাচ্ছে। তবে সচেতন মানুষেরা মনে করেন দ্রুত রাজধানীতে লকডাউন করে দেয়া দরকার। লকডাউন দরকার দেশের অনেক অঞ্চলেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়