শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনামুক্ত হলেও হঠাৎ নিউমোনিয়া আক্রান্ত ডা. জাফরুল্লাহ

শিমুল মাহমুদ  : [২] করোনা ভাইরাসমুক্ত হলেও হঠাৎ নিউমোনিয়া বেড়ে যাওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তিত চিকিৎসকরা। গতকাল মঙ্গলবার তার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব) মামুন মোস্তাফী এ কথা জানান। তিনি বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা আজকে (গতকাল মঙ্গলবার) কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে এন্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। গণস্বাস্থ্য নগর হাসপাতাল সূত্র জানিয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীকে হাসপাতালে রাখাই চিকিৎসকদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

[৩]জাফরুল্লাহ চৌধুরীর কথা হচ্ছে তিনি তো সংকট কাটিয়ে উঠেছেন, এখন তো তিনি সুস্থ। আর হাসপাতালে থাকার দরকার নেই। অনেক অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হতে পারছেন না, চিকিৎসা পাচ্ছেন না। সে বিবেচনায় হাসপাতালে ভর্তি হয়ে থাকার পক্ষে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। এ বিষয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর আরও বেশ কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়া প্রয়োজন। তবে তিনি হাসপাতাল ছেড়ে বাসায় চলে যাওয়া জন্য তাড়াহুড়া করছেন।’

[৪] চিকিৎসক মামুন মোস্তাফীর বরাত দিয়ে ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার চিকিৎসা চলছে। এ ছাড়াও তিনি কিডনি রোগী ও তার উচ্চরক্তচাপ রয়েছে। করোনামুক্ত হলেও তার ফুসফুস তো এখনো নিউমোনিয়ায় আক্রান্ত। এমনিতেই কিডনি রোগীদের ফুসফুসে কিছু জটিলতা থাকে। এখন তার সম্পূর্ণ সুস্থতার জন্য নিউমোনিয়া পুরোপুরি ভালো হওয়া দরকার। এসব কারণে আরও বেশ কয়েকদিন তার হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়া দরকার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়