শিরোনাম
◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ায় কয়েকটি এলাকা রেড ও ইয়েলো জোন হিসেবে চিহ্নিত

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] এ পরিস্থিতিতে কয়েকটি এলাকাকে রেড ও ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

[৩] রাজবাড়ীর সিভিল সার্জন ডা.মো.নূরুল ইসলাম জানান, সর্বশেষ গত রোববার (১৪ই জুন) প্রাপ্ত পরীক্ষার ফলাফলে ২০ জন ‘করোনা পজিটিভ’ শনাক্ত হয়েছে, যা তুলনামূলকভাবে অনেক বেশী।

[৪] এ পরিস্থিতিতে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নকে ‘রেড জোন’ এবং গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড, কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও রতনদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডকে ‘ইয়েলো জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রস্তাব প্রেরণ করা হবে। অনুমতি সাপেক্ষে জেলা প্রশাসককে জোন ভিত্তিক গণবিজ্ঞপ্তি জারীর অনুরোধ জানানো হবে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকগণ এটি বাস্তবায়ন করবেন।

[৫] এদিকে সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক ও তার পরিবারের দুই সদস্যসহ নতুন করে উপজেলার ৭ জন করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ১২ দিনের জন্য বালিয়াকান্দি বাজারকে লকডাউন ঘোষণা এবং বালিয়াকান্দি সদর ইউনিয়নকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়।

[৬] উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়