শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ায় কয়েকটি এলাকা রেড ও ইয়েলো জোন হিসেবে চিহ্নিত

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] এ পরিস্থিতিতে কয়েকটি এলাকাকে রেড ও ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

[৩] রাজবাড়ীর সিভিল সার্জন ডা.মো.নূরুল ইসলাম জানান, সর্বশেষ গত রোববার (১৪ই জুন) প্রাপ্ত পরীক্ষার ফলাফলে ২০ জন ‘করোনা পজিটিভ’ শনাক্ত হয়েছে, যা তুলনামূলকভাবে অনেক বেশী।

[৪] এ পরিস্থিতিতে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নকে ‘রেড জোন’ এবং গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড, কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও রতনদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডকে ‘ইয়েলো জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রস্তাব প্রেরণ করা হবে। অনুমতি সাপেক্ষে জেলা প্রশাসককে জোন ভিত্তিক গণবিজ্ঞপ্তি জারীর অনুরোধ জানানো হবে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকগণ এটি বাস্তবায়ন করবেন।

[৫] এদিকে সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক ও তার পরিবারের দুই সদস্যসহ নতুন করে উপজেলার ৭ জন করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ১২ দিনের জন্য বালিয়াকান্দি বাজারকে লকডাউন ঘোষণা এবং বালিয়াকান্দি সদর ইউনিয়নকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়।

[৬] উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়