ইসমাঈল ইমু : [২] গুলশান থানার এসআই মোফাজ্জল হোসেন জানান, গুলশানের ৯৯ নম্বর রোডের ১৫ নম্বর বাসার একটি ফ্লাটে চুরি করতে ঢুকে পড়ে মাসুম নামের এক যুবক। গত শনিবার রাতে ফ্লাটের মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী হাববার্ড সিসি ক্যামেরায় তার ফ্লাটে কারো অবস্থানের বিষয় নিশ্চিত হলে তার এক বন্ধুকে জানান। পরে খবর পেয়ে পুলিশ মাসুমকে গ্রেপ্তার করে। সে ওই ফ্লাটের বাথরুমে লুকিয়ে ছিলো।
[৩] পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুম জানিয়েছে, তার বাড়ি বরিশালে। ঢাকায় কোনো বাসা নেই, এক প্রকার ভবঘুরে। তিনদিন আগে ওই ফ্লাটে চুরি করতে ঢোকে। ওই বাসার খাবার খেয়ে সেখানেই ঘুমিয়ে থাকতো। এর আগে গুলশান এলাকার অন্য এক বাসায় সে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল।
[৪] তবে এই ফ্লাটের মালিক ও তার কর্মচারীরা মাসুমের বিরুদ্ধে মামলা করতে চাননা। তাকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব