শিরোনাম
◈ ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. ফেরদৌসকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন আমেনা কোহিনূর

ডেস্ক রিপোর্ট : কবি অসীম সাহা, ড. ফেরদৌস খন্দকার (নিউইয়র্ক), আল আমিন বাবু ভাই (নিউইয়র্ক), ইমরান আলী, শেখ শহীদ ভাই-সহ আমরা কিছুদিন আগে দুর্নীতিবিরোধী কাজ করেছিলাম। তখন থেকে ওনাকে চিনি একজন জনহিতকর ও সমাজহিতৈষী হিসেবে। তারপর করোনাকালীন সময়ে উনি নিউইয়র্কে অনেক কাজ করেছেন।

প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছেন, ফেসবুকের সুবাদে এটা জেনেছি। কিন্তু হঠাৎ করে কবি জাফর ওয়াজেদ ভাইয়ের পোস্টে উনি বঙ্গবন্ধুর খুনি ঘৃণিত খন্দকার মোশতাক বা কর্নেল রশিদের আত্মীয় এবং ছাত্রদল করতেন, এটা শোনার পর সত্যি ভড়কে গিয়েছিলাম।

কারণ জাফর ওয়াজেদ ভাই ফালতু কথা বলেন না। আবার অনেক শিবির, ছাত্রদল করা অনেক লোকজন এখন আমাদের ভেতরে, তারা আমাদের ভেতরে থেকেই বিভিন্ন রকমের সুবিধা নিচ্ছে, আবার ষড়যন্ত্রেও লিপ্ত। বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে কে যে কখন কাকে জামায়াত-শিবির, বিএনপি ট্যাগ দিয়ে দেয়, বুঝা মুশকিল।

আসলে ফেরদৌস খন্দকার দুঃসময়ে চমেক ছাত্রলীগের নেতা ছিলেন এবং মোশতাক নামে তার একজন মামা আছেন, যিনি বোস্টনে থাকেন। বাড়ি কুমিল্লা। সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই গ্রুপের খেয়োখেয়ি যার সিন্ডিকেট বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, তাকে বিতর্কিত করার চেষ্টা। বাঙালির পরশ্রীকাতরতা।

এই শব্দের কোনো ইংরেজি কিন্তু ডিকশিনারিতে নেই। তার মানে পরশ্রীকাতরতা বিষয়টি শুধু বাঙালির মধ্যেই আছে। আমরা আশা করি খুব শিগগিরই ফেরদৌস খন্দকার আমাদের মাঝে ফিরে আসবেন এবং তার মানবিক, জনহিতৈষী কাজগুলো শুরু করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়