শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] “দাউদ ইব্রাহিম হলো আসল আণ্ডারটেকার”!

বিপ্লব বিশ্বাস : [২] দাউদ ইব্রাহিম ও তাঁর স্ত্রী মেহজবিন করোনা আক্রান্ত হয়ে পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি বলে শুক্রবার দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যম খবর করেছিল।

[২]রাত গড়াতেই এ দিন তাঁর মৃত্যুর খবর নিয়ে জল্পনা শুরু হয় সর্বত্র। এখনও পর্যন্ত এই খবরের সত্যতা যদিও প্রমাণিত হয়নি। কিন্তু, সেই জল্পনা নিয়েই সোশ্যাল মিডিয়ায় বইছে ঝড়।

[৩]প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, প্রতিবারই মৃত্যুকে চ্যালেঞ্জ ছুড়ে ফিরে আসেন ডব্লিউডব্লিউই তারকা কুস্তিগীর আন্ডারটেকার। তিন দশকের কর্মজীবনে আজ পর্যন্ত তার অন্যথা হয়নি। তাঁকে নিয়ে আলাদা উন্মাদনাও রয়েছে অনুরাগীদের। মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর তুলনাও টানছেন নেটাগরিকরা।

[৪]এর আগেও একাধিক বার দাউদের মৃত্যুর গুজব শোনা গিয়েছে। কিন্তু প্রতিবারই দেখা গিয়েছে, করাচিতে রীতিমতো বহাল তবিয়তে রয়েছেন তিনি। তাই এ দিন দাউদের মৃত্যু নিয়ে জল্পনা শুরু হলে আন্ডারটেকারের সঙ্গে তাঁকে তুলনা করতে শুরু করেন নেটাগরিকরা। কেউ কেউ লেখেন, ‘‘দাউদ হলেন আসলে আন্ডারটেকার, বার বার মৃত্যুকে মাত দিয়ে ফিরে আসেন তিনি।’’

[৫]দাউদের মৃত্যুর খবর নিয়ে শুভম ভট্ট নামের এক ব্যক্তি টুইটারে লেখেন, ‘‘আন্ডারটেকার এবং দাউদ এত বার মৃত্যুকে মাত দিয়ে ফিরে এসেছেন যে যমরাজও হাত তুলে নিয়েছেন।’’ ‘‘যমরাজ চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন,’’—বলেও লেখেন তিনি। মৃত্যুকে ফাঁকি দেওয়ায় দাউদ ছাপিয়ে গিয়েছেন আন্ডারটেকারকেও বলে মন্তব্য করেন সিমরন নামের এক তরুণী।

[৬]১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদকে ভারত এবং রাষ্ট্রপুঞ্জ আগেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। কিন্তু পুলিশ ও গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে বেশ কয়েক দশক ধরে [৬]পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তিনি। সম্প্রতি জানা যায়, তিনি ও তাঁ স্ত্রী দু’জনেই করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু দাউদের ভাই আনিস ইব্রাহিম সেই জল্পনা খারিজ করেন। জানিয়ে দেন গোটা পরিবারই বহাল তবিয়তে রয়েছেন। সৃত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়