শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে কোভিড-১৯ পরীক্ষাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ : স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

শাহীন খন্দকার : [২] স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ সম্মেলনে আজ শনিবার (৬জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত-মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অনলাইন প্রেস ব্রিফিংয়ে জানালেন, বিএমএমসিইউ পরীক্ষাগারটির কার্যক্রম রিফ্রেশ এর জন্য সাময়িকভাবে বন্ধ আছে।

[৩] এদিকে গত ২৪ ঘন্টায় ৫০টি ল্যাবেমোট নমুনা সংগ্রহ হয়েছে ১২,৯০৯টি, পরীক্ষা হয়েছে ১২,৪৮৬টি এবং ২,৬৩৫জন নতুন রোগীসহ মোট সনাক্ত ৬৩,০২৬জন, ২৪ ঘন্টায় সনাক্তের হার ২১.১০%।এপর্যন্ত যা সনাক্ত হয়েছে তার মধ্যে পুরুষ ৭১% এবং নারী ২৯%। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন এবং এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৩,৩২৫ জন, সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৪%। এপর্যন্ত সনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। এপর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৭৭% এবং নারী ২৩%।

[৪] বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৮ মার্চ। সেদিন তিনজন রোগী শনাক্ত হয়, যাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালি থেকে দেশে এসেছিলেন। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটে ১৮ই মার্চ। নাসিমা সুলতানা বলেন, যাদের বয়স ৬০ বছরের উর্ধ্বে তাদেরকেও মেডিকেল মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

[৫] করোনা ভাইরাস প্রতিরোধের জন্য মাস্ক ব্যবহার করা, কমপক্ষে তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া- এ তিনটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করতে হবে তা না হলে এ করোনা ভাইরাস প্রতিরোধ করা যাবে না। তিনি জানান, ৫০ টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছ, নতুন যুক্ত হয়েছে টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, বগুড়া।

[৬] এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার ও শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরে কারিগরী ত্রুটির কারনে নমুনা সংগ্রহ বা পরীক্ষা সম্ভব হয়নি। তিনি প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর খাদ্য, ভিটামিন সি ও জিঙ্ক সমৃদ্ধ খাবার, টাটকা শাকসব্জি, প্রোটিন জাতীয় খাবার ও বেশি করে পানি ও তরল জাতীয় খাবার রাখার জন্য আহবান জানান। তিনি গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখারসহ তিনি স্মরণ করিয়ে দেন যে, বুকের দুধের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হয় না বলে নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়