শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রওনক জাহান জানালেন, মুক্তিযুদ্ধের আগে রেহমান সোবহান লেখেন, পাকিস্তানে জাতীয় সংহতি ব্যর্থ

দেবদুলাল মুন্না:[২] রোববার (৭ জুন) ছয়দফা দিবস। এ দিবসের তাৎপর্য প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রওনক জাহান এসব কথা গতকাল এ প্রতিবেদককে বলেন।

[৩] তিনি বলেন,রেহমান সোবহানের সঙ্গে আমার প্রথম দেখা ১৯৭০ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের রচেস্টার শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে, যার বিষয়বস্তু ছিল পাকিস্তানের অর্থনীতি ও রাজনীতি। আমি তখন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টোরাল ফেলো, হার্ভার্ড থেকে করা আমার পিএইচডি থিসিস স¤প্রসারণের কাজ করছি, যেটি পরবর্তীতে একটি বই হিসেবে প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল ‘পাকিস্তান: ফেইলিওর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন’। ১৯৭২ সালে বইটি প্রকাশ করে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। এ বইটি লেখার সময় আমি রেহমান সোবহানের কাছ থেকে অনেক তত্ত¡ উপাত্ত নিই এবং জানতে পারি যে তিনি পাকিস্তানের জাতীয় সংহতি যে সংকটের মুখে তা আগেই বুঝেছেন।

[৪] পরবর্তী সময়ে তার সাথে এ নিয়ে কথা হলে রেহমান সোবহান আমাকে বলেছিলেন,পাকিস্তানের দুই অংশের অর্থনৈতিক বৈষম্য ও মানুষের গণতান্ত্রিক অধিকার না থাকার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিসংবলিত ঐতিহাসিক ছয় দফা প্রণয়ন করেছিলেন, যা ছিল তার সময়োপযোগী সিদ্ধান্ত।

[৫] দেশের মুক্তি সংগ্রামের ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ দলিলের অন্যতম ছয় দফাকে বাদ দিলে স্বাধীনতার ইতিহাস সম্পূর্ণ হবে না। বঙ্গবন্ধু ছিলেন আপসহীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়