নূহ-উল-আলম লেলিন : মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডকে বর্ণবাদী পুলিশ গলায় পারা দিয়ে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে আমেরিকার সাদা কালো সর্বস্তরের জণগণ। উন্মাদ প্রেসিডেন্ট ট্রাম্প নির্যাতন ও রক্তপাত ঘটিয়ে এই প্রতিবাদের কন্ঠরোধ করতে চাইছে। ইতোমধ্য এক ডজন মানুষ পুলিশের/ন্যাশনাল গার্ডের গুলিতে প্রাণ হারিয়েছে। প্রতিবাদী মানুষও সহিংস উঠেছিল। এই বর্বরতার বিরুদ্ধে সংহতি জানাতে আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপের মানুষ। প্রতিবাদ জানিয়েছেন চারজন সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা, জর্জ বুশ, বিল ক্লিনটন ও জিমি কার্টার। এমনকি ট্রাম্পের এক কন্যা। প্রাণঘাতী করোনার ঝুঁকিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের সর্বত্র বিশেষত কারফিউ ভেঙে খোদ হোয়াইট হাউসের সামনে অব্যাহত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
গাত্রবর্ণ, ভাষা, ভৌগোলিক সীমারেখা ও জাতীয়তা যে মানবসত্তার অভিন্ন মর্যাদার শ্রদ্ধাশীল, চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন তা আবার প্রমাণ করলো। জীবন যেমন বড় তেমনি কখনো কখনো জীবনের চেয়েও বড় হয়ে ওঠে জীবনের মর্যাদা। বৈষম্যপীড়িত পুঁজিবাদের এই অন্তর্নিহিত সমস্যা মানবজাতির সামনে একটি স্থায়ী সমস্যা হিসেবে বিরাজ করছে। ফেসবুক থেকে