শানেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি : [২] চট্টগ্রামের ফটিকছড়ি থানার ৮জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বুধবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন।
[৩] তিনি বলেন, ফটিকছড়ি থানার ৮জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক প্রকাশিত রিপোর্টে একই দিনে ফটিকছড়িতে সর্বোচ্চ ৮জনের করোনা পজেটিভ রিপোর্ট প্রকাশ করে। এ পর্যন্ত ফটিকছড়িতে মোট ১৬ জন করোনা আক্রান্তের রির্পোট প্রকাশ করা হয়।
[৪] ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের আপাতত ব্যারাকে আলেদা করে (আইশোলেশনে) চিকিৎসা দেয়া হচ্ছে। পরবর্তী ইউএনও সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে চিকৎসার ব্যবস্থা নেয়া হবে।