শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাসে সর্বপ্রথম পূর্ণ কোরআনের অডিও রেকর্ড বের হয় মিশরীয় কারি আল হুসারির কন্ঠে

ইসমাঈল আযহার: [২] কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিশ্বকে মোহাচ্ছন্ন করতে পারা মিশরীয় কারীদের একজন শায়খ কারি মাহমুদ খলিল আল হুসারি। দেশটির রেডিও পথম পরিচালক আব্দুল খালেক আব্দুল ওহহাব শায়খ হুসারি সম্পর্কে বলেন, তিনি ছিলেন কোরআনের শিক্ষক, মিশরে কোরআন শিক্ষার ক্ষেত্রে তিনি অদ্বিতীয় ব্যক্তি।

[৩] মিশরের প্রসিদ্ধ কারি মাহমুদ আল হালবায়ী বলেন, শায়খ আল হুসারি এমনভাবে কোরআন পাঠ করতেন যেন পবিত্র এ গ্রন্থে বর্ণিত শরিয়তের হুকুম আহকাম ও বিধানাবলি স্পষ্ট ভাষায় বর্ণনা করছেন।

[৪] দেশটির বিশিষ্ট শিক্ষাবিদ ত্বহা আব্দুল ওহহাব শায়খ আল হুসারিকে নিয়ে বলেন, তার কন্ঠ ছিল সুমিষ্ট। তার তিলাওয়াত মানুষের মস্তিষ্কে রেখাপাত করতো এবং তার ভরাট কন্ঠের তিলাওয়াত অসাধারণ ছিলো।

[৫] কোরআনের মহান এই খাদেম ১৯১৭ সালে মিশরের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৬১ সালে তার কন্ঠে হাফস পদ্ধতিতে সম্পূর্ণ কোরআনে কারিমের অডিও রেকর্ড সম্পন্ন হয়- ইতিহাসে এটিই সর্বপ্রথম সম্পূর্ণ কোরআনে কারিমের অডিও রেকর্ড। সম্পূর্ণ পারিশ্রমিক বিহীন এই কাজটি আঞ্জাম দেন তিনি। পরবর্তীতে আরও ৩ পদ্ধতির তিলাওয়াত রেকর্ড করান শায়খ আল হুসারি।

[৬] প্রথম খেদমতটি করার পরে তিনি বলেন, আমার কন্ঠে হাফসের বর্ণনায় সম্পূর্ণ কোরআনের অডিও রেকর্ডের মাধ্যমে মহান আল্লাহ আমাকে অনেক সম্মানিত করেছেন। এই কোরআনের কারণে আমি সাত মহাদেশে আমন্ত্রিত হয়েছি। এটা আল্লাহর অসীম অনুগ্রহ।

[৭] শায়খ মাহমুদ খলিল আল হুসারির কন্যা ইয়াসমিন হুসারি বলেন, আমেরিকায় এক সফরে আমার পিতা মার্কিন কংগ্রেসে কোরআন তিলাওয়াত করেন। তার তিলাওয়াতে মুগ্ধ হয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমি কার্টার তার নিকট কুরআনে কারিমের একটি কপি উপহার স্বরূপ চেয়েছিলেন। আমার পিতা আমেরিকার সেই সফরে সর্বপ্রথম উচ্চস্বরে আজানও দেন।

[৮] কোরআনের জন্য নিবেদিতপ্রাণ এই মহামানব ১৯৮০ সালের নভেম্বর মাসে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন। আমরা মহান রবের নিকট জান্নাতে তার উঁচু মর্যাদা কামনা করি।

সূত্র: আল জাজিরা, আওয়ার ইসলাম, অ্যারাবিক পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়