শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা-আম্ফান সফলভাবে মোকাবেলা, একনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন

আবুল বাশার নূরু: [২] করোনাভাইরাস পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে ফোর্বস ম্যাগাজিনের স্বীকৃতি এবং সফলভাবে আম্ফান মোকাবেলা করে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে বিবৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অভিনন্দন জানানো হয়েছে।

[৩]মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বর্তমান সরকারের ৩২তম একনেক সভায় এ অভিনন্দন জানানো হয়।

[৪]সভা শেষে দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকারের ৩২তম সভা ছিল এটি। সভার শুরুতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি বিষয়ে অভিনন্দন জানিয়েছি।

[৪] তিনি বলেন, আপনারা জানেন, বিশ্বব্যাপী করোনার বিশাল দুর্ঘটনা চলছে। এ পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস কর্তৃপক্ষ ২০০ সরকারপ্রধানের মধ্যে সাতজনকে বাছাই করেছেন। তাদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনি (প্রধানমন্ত্রী) করোনা হ্যান্ডলিংটা (সামলানো) খুব ভালো করেছেন। আমরা অবশ্যই স্বীকার করি। কিন্তু এটি (ফোর্বসের) আন্তর্জাতিক স্বীকৃতি। তার সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপের ফলে কোভিড-১৯ হ্যান্ডলিংটা খুবই উন্নতমানের হয়েছে। তার হ্যান্ডলিংটা নিয়ে কেতাবি অর্থে ভিন্নমত থাকতে পারে। তবে প্রায়োগিক অর্থে প্রথম মানের ছিল। এটা সাহসী। যেহেতু তিনি ভূমিকন্যা, সুতরাং বাংলাদেশের ভূমি ও সংস্কৃতি সম্পর্কে তার ভালো ধারণা আছে। এজন্য তিনি সাহসী ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি মনে করি, ফোর্বস কর্তৃপক্ষ মনে করে, এটা ভালো হ্যান্ডলিং হয়েছে।

[৫]দ্বিতীয় সম্মানের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আপনারা জানেন, ঘূর্ণিঝড় আম্ফানের যে ক্ষতির আশঙ্কা ছিল, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস বিবৃতি দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও আগাম বিভিন্ন পদক্ষেপের ফলে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। এই দুই সফলতায় আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়