শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে আরও ২০৮ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে আরও ২০৮ জনের শরীরে করোনাভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এই নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল মোট তিন হাজার ১৯৩ জনে। দেশ রূপান্তর

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজল রাব্বি জানান, সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডি, চমেক, সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৩১টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে ২০৮ জনের।

এদের মধ্যে নগরীর ১৪২ জন, উপজেলার ৬৩ এবং আরও তিনজন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে যাদের ঠিকানা পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিআইটিআইডির ল্যাবে সোমবার নমুনা পরীক্ষা করা হয় ২১২টি। এতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৭ জনের। যাদের মধ্যে নগরী ৩৮ জন এবং বিভিন্ন উপজেলার রয়েছেন নয়জন করোনা সংক্রমিত হয়েছে।

চমেকের ল্যাবে করা ২৬১ নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ১০১ জনের। এদের মধ্যে ৯৬ জন নগরীর এবং এর মধ্যে উপজেলার রয়েছে পাঁচজন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে ৫৮ জনের। এর মধ্যে নগরী আটজন এবং বিভিন্ন উপজেলার আছে ৪৭জন।

এছাড়া এ ল্যাবে শনাক্ত হওয়ায় আরও তিনজন রোগীর কোনো ঠিকানা পাওয়া যায়নি।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়েছে পাঁচটি এবং পজিটিভ পাওয়া গেছে উপজেলার দুইজনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়