শিরোনাম
◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন 

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে আরও ২০৮ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে আরও ২০৮ জনের শরীরে করোনাভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এই নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল মোট তিন হাজার ১৯৩ জনে। দেশ রূপান্তর

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজল রাব্বি জানান, সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডি, চমেক, সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৩১টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে ২০৮ জনের।

এদের মধ্যে নগরীর ১৪২ জন, উপজেলার ৬৩ এবং আরও তিনজন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে যাদের ঠিকানা পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিআইটিআইডির ল্যাবে সোমবার নমুনা পরীক্ষা করা হয় ২১২টি। এতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৭ জনের। যাদের মধ্যে নগরী ৩৮ জন এবং বিভিন্ন উপজেলার রয়েছেন নয়জন করোনা সংক্রমিত হয়েছে।

চমেকের ল্যাবে করা ২৬১ নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ১০১ জনের। এদের মধ্যে ৯৬ জন নগরীর এবং এর মধ্যে উপজেলার রয়েছে পাঁচজন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে ৫৮ জনের। এর মধ্যে নগরী আটজন এবং বিভিন্ন উপজেলার আছে ৪৭জন।

এছাড়া এ ল্যাবে শনাক্ত হওয়ায় আরও তিনজন রোগীর কোনো ঠিকানা পাওয়া যায়নি।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়েছে পাঁচটি এবং পজিটিভ পাওয়া গেছে উপজেলার দুইজনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়