শিরোনাম

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জর্জ ফ্লয়েড হত্যার বিচারে মার্কিন বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রতিবাদ

লিহান লিমা: [২] পুলিশে হেফাজতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় যুক্তরাষ্ট্রে ষষ্ঠ দিনের মতো চলছে বিক্ষোভ। মার্কিন বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে সোমবার লন্ডন, বার্লিন অকল্যান্ডে জড়ো হন বিক্ষোভকারীরা। সিএনএন, বিবিসি

[৩] লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাজ্যের লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ হয়েছে। দেশটির মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। তারা বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এসময় সেখান থেকে পুলিশ পাঁচজনকে আটক করে। ম্যানচেস্টার ও কার্ডিফ শহরেও বিক্ষোভ হয়েছে।

[৪]জার্মানির বার্লিনেও মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। এসময় কয়েকশ’ বিক্ষোভকারী কৃষ্ণাঙ্গ হত্যা বন্ধের দাবিতে ‘কৃষ্ণাঙ্গদের জীবনের মূল্য আছে’, ‘ন্যায়বিচারে দেরী হতে পারে না’ স্লোগান দেন।

[৫]ডেনমার্কের কোপেনহেগেনে বিক্ষোভকারীরা ‘ন্যায়বিচার নেই, শান্তি নেই’ স্লোগানে রাস্তায় নামেন। মার্কিন দূতাবাসের সামনেও র‌্যালি করে বিক্ষোভকারীরা।

[৬]ইতালির মিলানের মার্কিন দূতাবাসের সামনে ফ্ল্যাশমব করেছে বিক্ষোভকারীরা।

[৭]কানাডার কয়েকটি শহরে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। টরেন্টো শহরের একটি পার্ক থেকে মিছিল নিয়ে দেশটির পুলিশের সদরদপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। ভ্যাঙ্কুভারে হাজারো বিক্ষোভকারী মার্কিন বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

[৮]নিউজিল্যান্ডে অকল্যান্ডের একটি চত্বর থেকে হাজার হাজার মানুষ মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল করেছে। ‘ভাল মানুষ হও, দয়াবান হও’, ‘ফ্লয়েডের জন্য ন্যাবিচার চাই’, ‘এর পরের শিকার কি আমরা?’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে তারা। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চ সহ সোমবার অন্তত চারটি জায়গায় বড় ধরনের বিক্ষোভ হয়েছে। অকল্যান্ডে বিক্ষোভকারীরা রাস্তায় এক হাঁটুগেড়ে বসে প্রতিবাদ জানিয়েছে। সন্ধ্যায় সেখানে একটি মোমবাতি মিছিলেরও কর্মসূচি নিয়েছেন আয়োজকরা।

[৯]নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়াতেও মানুষ বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে। অস্ট্রেলিয়ায় তাসমান সী জুড়ে বিক্ষোভকারীরা মঙ্গলবার ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। বিক্ষোভ হয়েছে সিডনী, ব্রির্সবোন ও মেলর্বোনে। প্রতিবাদ কর্মসূচির মুখে সিডনির মার্কিন দূতাবাস মঙ্গলবার আগেভাগেই কার্যালয় বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে।

[১০]এছাড়া ফেসবুক ইভেন্টে বিশ্বের বিক্ষোভের আয়োজন করার কথা জানাচ্ছেন হাজারো বিক্ষোভকারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়