শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরণখোলাসহ বাগেরহাট আন্তঃজেলায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী বাস চলাচল শুরু

নইন আবু নাঈম, শরণখোলা প্রতিনিধিঃ [২] সোমবার সকালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের ৯টি উপজেলার বাসষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে এসব বাস ছেড়ে যায়।

[৩] বাগেরহাট আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের তদারকিতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে এসকল রুটে বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীবাহি বাসের ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস ছেড়েছে চালকেরা।

[৪] সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাসের চালক ও তার সহকারীদের মুখে মাক্স, হাতে হ্যান্ডগ্লোভস রয়েছে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে, হ্যান্ড স্যানিটাইজার ও জিবানুনাশক স্প্রে ব্যবহার করে বাসে উঠতে সহযোগিতা করছেন সহকারীরা। যাত্রীরাও মুখে মাক্স পরে বাসে উঠে সামাজিক দুরত্ব বজায় রেখে দুই সিট নিযে একেকজন যাত্রী বসেছেন।

[৫] বাস চালকরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে একেকজন যাত্রীর জন্য দুইটি সিট বরাদ্ধ রেখেছি। একজনের পাশের আরেকজনকে বসতে দিচ্ছি না। মুখে মাক্স না থাকলে কোন যাত্রীদের আমরা বাসে উঠাচ্ছিনা।

[৬] বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে জেলার ১০টি সহ ঢাকা-চট্টগ্রাম-খুলনা-বেনাপোল রুটে বাস চলাচল শুরু হয়েছে। প্রতিটি বাসে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে এবং চালক ও তার সহকারিদের মুখে মাক্স-হ্যান্ড গ্লাভস রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

[৭] বাগেরহাট শ্রমিক ইউনিয়ন নেতা সিরাজুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের শারীরিক দুরত্ব নিশ্চিত করতে বাসের ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণ করার সিদ্ধান্ত নিয়েছি। যার কারনে এই রুটে যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়া হচ্ছে।

[৮] এ ব্যাপারে শরণখোলা-মোড়েলগঞ্জ ও মোংলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি শামীম আহসান পলাশ বলেন, সরকার ঘোষিত নিয়মনীতি মেনেই আমরা বাস চলাচল শুরু করেছি। সরকারের নির্দেশনা মেনে না চললে বাস মালিক ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়