শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরণখোলাসহ বাগেরহাট আন্তঃজেলায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী বাস চলাচল শুরু

নইন আবু নাঈম, শরণখোলা প্রতিনিধিঃ [২] সোমবার সকালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের ৯টি উপজেলার বাসষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে এসব বাস ছেড়ে যায়।

[৩] বাগেরহাট আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের তদারকিতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে এসকল রুটে বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীবাহি বাসের ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস ছেড়েছে চালকেরা।

[৪] সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাসের চালক ও তার সহকারীদের মুখে মাক্স, হাতে হ্যান্ডগ্লোভস রয়েছে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে, হ্যান্ড স্যানিটাইজার ও জিবানুনাশক স্প্রে ব্যবহার করে বাসে উঠতে সহযোগিতা করছেন সহকারীরা। যাত্রীরাও মুখে মাক্স পরে বাসে উঠে সামাজিক দুরত্ব বজায় রেখে দুই সিট নিযে একেকজন যাত্রী বসেছেন।

[৫] বাস চালকরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে একেকজন যাত্রীর জন্য দুইটি সিট বরাদ্ধ রেখেছি। একজনের পাশের আরেকজনকে বসতে দিচ্ছি না। মুখে মাক্স না থাকলে কোন যাত্রীদের আমরা বাসে উঠাচ্ছিনা।

[৬] বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে জেলার ১০টি সহ ঢাকা-চট্টগ্রাম-খুলনা-বেনাপোল রুটে বাস চলাচল শুরু হয়েছে। প্রতিটি বাসে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে এবং চালক ও তার সহকারিদের মুখে মাক্স-হ্যান্ড গ্লাভস রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

[৭] বাগেরহাট শ্রমিক ইউনিয়ন নেতা সিরাজুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের শারীরিক দুরত্ব নিশ্চিত করতে বাসের ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণ করার সিদ্ধান্ত নিয়েছি। যার কারনে এই রুটে যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়া হচ্ছে।

[৮] এ ব্যাপারে শরণখোলা-মোড়েলগঞ্জ ও মোংলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি শামীম আহসান পলাশ বলেন, সরকার ঘোষিত নিয়মনীতি মেনেই আমরা বাস চলাচল শুরু করেছি। সরকারের নির্দেশনা মেনে না চললে বাস মালিক ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়