শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

এফ এ নয়ন : [২] গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তানাজ ফ্যাশন কারখানার কর্মীরা। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে কয়েক দফায় শিল্প পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

[৩] সুত্রে জানা যায়,করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিজিএমইএ’র নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন বন্ধ ছিল কারখানাটি।

[৪] এদিকে, চলমান এই বন্ধের মধ্যেই শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা করছে মালিক পক্ষ। কারখানা মালিকদের এমন কর্মকাণ্ডে বিপাকে পড়েছে কারখানার শ্রমিকরা।

[৫] শ্রমিকদের বকেয়া বেতন ও ছাঁটাইয়ের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ বলছে, চলমান লকডাউনে সব কাজের চুক্তি বাতিল হয়েছে। বর্তমানে কারখানায় সীমিত কাজের চুক্তি রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আপাতত ছাঁটাই করা হয়েছে। তবে শ্রমিক ছাঁটাইয়ে সরকারি নির্দেশনায় খুব একটা ভ্রুক্ষেপ নেই কারখানা মালিকের।

[৬] শ্রমিকরা জানান, কয়েক সপ্তাহ টানা ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ কাজে যোগ দেবার কথা থাকলে সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে আমরা কারখানায় ছাঁটাইয়ের নোটিশ পেয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করি।

[৭] যোগাযোগ করা হলে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম জানান, বেতন পরিশোধ ও ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়