শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

এফ এ নয়ন : [২] গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তানাজ ফ্যাশন কারখানার কর্মীরা। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে কয়েক দফায় শিল্প পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

[৩] সুত্রে জানা যায়,করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিজিএমইএ’র নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন বন্ধ ছিল কারখানাটি।

[৪] এদিকে, চলমান এই বন্ধের মধ্যেই শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা করছে মালিক পক্ষ। কারখানা মালিকদের এমন কর্মকাণ্ডে বিপাকে পড়েছে কারখানার শ্রমিকরা।

[৫] শ্রমিকদের বকেয়া বেতন ও ছাঁটাইয়ের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ বলছে, চলমান লকডাউনে সব কাজের চুক্তি বাতিল হয়েছে। বর্তমানে কারখানায় সীমিত কাজের চুক্তি রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আপাতত ছাঁটাই করা হয়েছে। তবে শ্রমিক ছাঁটাইয়ে সরকারি নির্দেশনায় খুব একটা ভ্রুক্ষেপ নেই কারখানা মালিকের।

[৬] শ্রমিকরা জানান, কয়েক সপ্তাহ টানা ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ কাজে যোগ দেবার কথা থাকলে সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে আমরা কারখানায় ছাঁটাইয়ের নোটিশ পেয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করি।

[৭] যোগাযোগ করা হলে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম জানান, বেতন পরিশোধ ও ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়