শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

এফ এ নয়ন : [২] গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তানাজ ফ্যাশন কারখানার কর্মীরা। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে কয়েক দফায় শিল্প পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

[৩] সুত্রে জানা যায়,করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিজিএমইএ’র নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন বন্ধ ছিল কারখানাটি।

[৪] এদিকে, চলমান এই বন্ধের মধ্যেই শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা করছে মালিক পক্ষ। কারখানা মালিকদের এমন কর্মকাণ্ডে বিপাকে পড়েছে কারখানার শ্রমিকরা।

[৫] শ্রমিকদের বকেয়া বেতন ও ছাঁটাইয়ের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ বলছে, চলমান লকডাউনে সব কাজের চুক্তি বাতিল হয়েছে। বর্তমানে কারখানায় সীমিত কাজের চুক্তি রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আপাতত ছাঁটাই করা হয়েছে। তবে শ্রমিক ছাঁটাইয়ে সরকারি নির্দেশনায় খুব একটা ভ্রুক্ষেপ নেই কারখানা মালিকের।

[৬] শ্রমিকরা জানান, কয়েক সপ্তাহ টানা ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ কাজে যোগ দেবার কথা থাকলে সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে আমরা কারখানায় ছাঁটাইয়ের নোটিশ পেয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করি।

[৭] যোগাযোগ করা হলে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম জানান, বেতন পরিশোধ ও ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়