শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নারী ফুটবলাররা মাঠের মতো সাফল্য দেখালেন এসএসসি পরীক্ষাতেও

ছবিতে যথাক্রমে- ঋতুপর্ণা চাকমা, সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুন ও শামসুন্নাহার। 

আক্তারুজ্জামান : [২] বয়সভিত্তিক দল থেকে সাফল্যের শুরু যে কিশোরীদের, তাদের আর থামার কোনো লক্ষণ নেই। একে একে সাফল্য পেয়েছেন জাতীয় দলেও। এরপর তাদের নিয়েই শুরু হয়েছে দেশের নারী প্রিমিয়ার লিগ ফুটবলও। তাদের মধ্যে তারকা খ্যাতি পাওয়া ফুটবলাদের মধ্যে কয়েকজন এবারের এসএসসি পরীক্ষা দিয়ে দারুণ ফলাফলও লাভ করেছেন।

[৩] এবার এসএসসি পরীক্ষায় বিকেএসপির মানবিক বিভাগ থেকে ৩.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুন। নিজের রেজাল্ট নিয়ে সিরাজগঞ্জ থেকে উচ্ছ্বসিত আঁখি বলেন, সারাবছর ক্যাম্পে থাকি। পরীক্ষার সময়ও ক্লাবের খেলা ছিল। এরপরও এই রেজাল্টেই আমি আনন্দিত।

[৪] মানবিক বিভাগ থেকে এসএসসির বাধা পেরিয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না, শামসুন্নাহার (১), ঋতুপর্ণা চাকমা ও আনাই মগিনী। সবাই সারা বছর ক্যাম্পে ফুটবল নিয়ে ব্যস্ত থাকলেও পড়াশোনাটা একেবারে খারাপ করেননি, তা ভালোই বলা যায়।

[৫] বিকেএসপির আরেক শিক্ষার্থী ঋতুপর্ণা চাকমা । জাতীয় দলের এই উইঙ্গার ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। রেজাল্ট পেয়ে খুশি ঋতুপর্ণা। তিনি বলেন, আমি এতেই খুশি। খেলায় তো সব সময়ই মনোযোগ আছে। এখন পড়াশোনায় আরও মনোযোগ দেব।

[৬] স্ট্রাইকার স্বপ্না খাতুন রংপুরের মেয়ে হলেও ময়মনসিংহের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩.৯৪ পেয়েছেন। এই ফলাফলে বেশ খুশি হয়ে এইচএসসিতে আরও ভালো ফলাফল প্রত্যাশা করেছেন।

[৭] এছাড়াও রেহেনা খাতুন ৩.৭৫, মাহফুজা ৪.৪৩, সাজেদা ২.৮০ পয়েন্টে পেরিয়েছেন এসএসসির গণ্ডি পার করেছেন। দুজন ফুটবলার কৃতকার্য হতে পারেননি। তবে তাদের নাম গোপন রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়