শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাব্বির বললেন, ক্রিকেটের কসম কেটে বলছি, পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে তেমন কিছু হয়নি

নিজস্ব প্রতিবেদক : [২] এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত ঘটনায় সংবাদেও শিরোনাম হয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান। গতকাল রোববার আবারও সেই জায়গায় জাতীয় দলের বাইরে থাকা এই হার্ড হিটার। খবর ছড়িয়ে পড়ে যে রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর গায়ে হাত তুলেছেন তিনি। এই অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির।

[৩] অভিযোগ ওঠে ওই দিন বিকাল পৌনে ৫ টার দিকে নগরীর বেলদারপাড়া এলাকায় কর্মচারীর নাম বাদশা মিয়ার (৪৫) গায়ে হাত তুলেছেন সাব্বির। খনিকের মধ্যে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৪] সাব্বিরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্রিকেটের কসম খেয়ে বললাম, কিছুই হয়নি। শুধু তর্কাতর্কি হয়েছে। আমি ওর গায়ে হাত তুলিনি। সে আমার বাড়ির সামনে ময়লার ভ্যান রেখেছিলো, আমি আর আমার স্ত্রী বাইরে থেকে আসছিলাম। বাড়ির সামনে ভ্যান থাকলে গাড়ি কিভাবে প্রবেশ করাবো? ভ্যানের সামনে লোকও নেই, সে পাশে গল্প করছে।

[৫] এরপর সে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলে। আমি ওকে ত্রান দেই, গরিব মানুষ। পরে জিজ্ঞেস করি ভাই কোন সমস্যা? পরে সে বলে আমি হর্ন কেন দিচ্ছি? আমি ওকে ভ্যান সরাতে বললে তখন তর্কাতর্কি হয়। সে যে আমার বাসায় ১০০জন লোক নিয়ে এসে আমার বাবা-মাকে হুমকি দিল এটা কেউ শুনলো না।

[৬] এরপর নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সাব্বিরের শুরেই কথা বলেন। তিনি বলেন, ঘটনা কি হয়েছে সেটা জানি না। তবে পরিছন্ন কর্মীর সঙ্গে তর্কাতর্কি হয়েছে এতোটুকু জানি। এটা তেমন কোনো বড় ঘটনা নয়। সূত্র, ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়