শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাব্বির বললেন, ক্রিকেটের কসম কেটে বলছি, পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে তেমন কিছু হয়নি

নিজস্ব প্রতিবেদক : [২] এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত ঘটনায় সংবাদেও শিরোনাম হয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান। গতকাল রোববার আবারও সেই জায়গায় জাতীয় দলের বাইরে থাকা এই হার্ড হিটার। খবর ছড়িয়ে পড়ে যে রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর গায়ে হাত তুলেছেন তিনি। এই অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির।

[৩] অভিযোগ ওঠে ওই দিন বিকাল পৌনে ৫ টার দিকে নগরীর বেলদারপাড়া এলাকায় কর্মচারীর নাম বাদশা মিয়ার (৪৫) গায়ে হাত তুলেছেন সাব্বির। খনিকের মধ্যে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৪] সাব্বিরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্রিকেটের কসম খেয়ে বললাম, কিছুই হয়নি। শুধু তর্কাতর্কি হয়েছে। আমি ওর গায়ে হাত তুলিনি। সে আমার বাড়ির সামনে ময়লার ভ্যান রেখেছিলো, আমি আর আমার স্ত্রী বাইরে থেকে আসছিলাম। বাড়ির সামনে ভ্যান থাকলে গাড়ি কিভাবে প্রবেশ করাবো? ভ্যানের সামনে লোকও নেই, সে পাশে গল্প করছে।

[৫] এরপর সে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলে। আমি ওকে ত্রান দেই, গরিব মানুষ। পরে জিজ্ঞেস করি ভাই কোন সমস্যা? পরে সে বলে আমি হর্ন কেন দিচ্ছি? আমি ওকে ভ্যান সরাতে বললে তখন তর্কাতর্কি হয়। সে যে আমার বাসায় ১০০জন লোক নিয়ে এসে আমার বাবা-মাকে হুমকি দিল এটা কেউ শুনলো না।

[৬] এরপর নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সাব্বিরের শুরেই কথা বলেন। তিনি বলেন, ঘটনা কি হয়েছে সেটা জানি না। তবে পরিছন্ন কর্মীর সঙ্গে তর্কাতর্কি হয়েছে এতোটুকু জানি। এটা তেমন কোনো বড় ঘটনা নয়। সূত্র, ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়