শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিডিও কনফারেন্সে বিচারপতিদের শপথে আইনগত সমস্যা নেই : জানালেন আইনজ্ঞরা

এস এম নূর মোহাম্মদ :[১]  হাইকোর্ট বিভাগের ১৮ বিচারপতিকে বিকেলে ভিডিও কনফারেন্সে ও রাতে স্বশরীরে শপথ পড়ানো হয় শনিবার। পরে রোববার সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারনে কয়েকজনের কথা অস্পষ্ট হওয়ায় প্রধান বিচারপতি তার খাস কামড়ায় শপথ পড়ান।

[২] যদিও ভিডিও কনফারেন্সে বিচারপতিদের শপথের নজির বাংলাদেশে নেই। তবে বর্তমান পরিস্থিতিতে এ শপথে আইনের কোন ব্যাত্যয় হয়নি বলে জানিয়েছেন আইনজ্ঞরা।

[৩] সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, করোনার কারনে এখন ভার্চুয়ালি শপথ হয়েছে। এতে কোন সমস্যা নেই।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম অামিন উদ্দিন বলেন, ভার্চুয়ালি শপথের ক্ষেত্রে অাইনগত কোন সমস্যা নেই। কেননা কিভাবে শপথ নিতে হবে সেটার উল্লেখ নেই।

[৪] তিনি বলেন, ভার্চুয়াল কোর্টেও শুনানিতে কারিগরি সমস্যা হয়। এতে সময় নষ্ট হচ্ছে। তাই ধীরে ধীরে এটা উন্নত করতে হবে বলে জানান তিনি।

[৫] মনজিল মোরসেদ বলেন, এই শপথ নিয়ে বিতর্কের সুযোগ নেই। কেননা সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। ভার্চুয়াল পদ্ধতির যে ত্রুটির কথা অামরা বলে এসেছি সেটা এর মধ্য দিয়ে প্রমানিত হয়েছে।

[৬] তিনি বলেন, ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট পরিচালনার জন্য প্রথমে দরকার টেকনিক্যাল সাপোর্ট তৈরি করা, বিদ্যুৎ সরবরাহ ও হাইস্পিডের ইন্টারনেট নিশ্চিত করা। অর্থাৎ ভার্চুয়াল পদ্ধতিতে অাদালত পরিচালনার জন্য শর্তগুলো পূরন করতে হবে৷

[৭] ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, শপথের বিষয়ে কোন পদ্ধতির উল্লেখ নেই। পরিবর্তিত পরিস্থিতিতে অাইনগত কোন ব্যাত্যয় হবে বলে মনে হয়না। তবে ভার্চুয়াল কোর্টে শুনানিতেও কারিগরি সমস্যা হতে পারে। তাই এসব সমাধানে উদ্যোগ নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়