শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শত চেষ্টায় মিলেনি আইসিইউ, মারা গেলেন চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী হাজী ইউনুছ

রাজু চৌধুরী : [২] শত অনুনয় করেও ভর্তি হতে না পেরে মুমূর্ষু মানুষটিকে নিয়ে অসহায় স্বজনরা চেষ্টা করে গেছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। কোভিড-১৯ সন্দেহে চট্টগ্রাম নগরের কোন বেসরকারি হাসপাতাল আইসিইউ সাপোর্ট দিতে সম্মত হয়নি।  এছহাক ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ ইউনুছকে  শেষপর্যন্ত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়।

[৩] কিন্তু এর মধ্যেই রাত সাড়ে ৯টার দিকে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের বিশিষ্ট এই ব্যবসায়ী। রোববার (৩১ মে) সন্ধ্যা ৬টারদিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে নিয়ে যান নগরের জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টারে। সেখানে দুইঘণ্টা অপেক্ষায় রেখে শেষপর্যন্ত ভর্তি করা যাবে না জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে রাত ৮টায় তাকে নেয়া হয় মেট্রোপলিটন হাসপাতালে। অনেক আকুতির পর সেখানে ভর্তি নেওয়া হয়। তবে তাৎক্ষণিক আইসিইউ সাপোর্ট না পাওয়ায় তার অবস্থার অবনতি হতে থাকে।

[৪] এ অবস্থায় সেখানে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা করে চট্টগ্রাম নগরের আইসিইউ সম্বলিত সকল বেসরকারি হাসপাতালের দ্বারে দ্বারে আইসিইউ, সম্ভব না হলে এইচডিও শয্যা চাওয়া হয়। কিন্তু করোনা সন্দেহে কোনো হাসপাতালই আইসিইউ সাপোর্ট দিতে এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত আইসিইউ সাপোর্ট না পেয়ে সেখানেই রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

[৫] এর আগে থেকে তিনি ডায়বেটিস, কিডনি এবং হাপানি জনিত সমস্যায় ভুগছিলেন। গত ২৫ মার্চ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম ফিরেন। সম্পাদনা:জেরিন আাহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়