শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাউন্সিলর খোরশেদের বিপদে এগিয়ে এলেন শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট : [২] করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে শুরু থেকে এখনো কাজ করছেন সেখানকার কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। ইতিমধ্যে স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন আলোচিত এই জনপ্রতিনিধি। এমন উদ্যোগের জন্য দেশ-বিদেশে প্রশংসাও কুড়িয়েছেন খোরশেদ। নিজে কিছুটা ভালো থাকলেও তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে কোথাও উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছিলেন না। এমন বিপদের সময় তাদের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তার চেষ্টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে এই দম্পতির।

[৩]একথা গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন কাউন্সিলর খোরশেদ। কৃতজ্ঞতা জানিয়েছেন বিপরীত মেরুর রাজনীতি করা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের প্রতি। রবিবার দুপুরে স্কয়ারে তারা ভর্তি হন।

[৪]শামীম ওসমানও কর্তব্যের খাতিরেই কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি খোরশেদের পাশে দাঁড়িয়েছেন। তার ভাষ্য, এখানে কোনো রাজনীতিক ভেদাভেদ নয়। কাউন্সিলর খোরশেদের যে কাজ করেছেন করোনার সময় তার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। কিছুদিন আগে করোনার পরীক্ষা করালেও নেগেটিভ আসে খোরশেদের। তবে এরমধ্যে তার স্ত্রী লুনার করোনা ধরা পড়ে। পরে দ্বিতীয়বারের মতো পরীক্ষা করালে শনিবার তারও করোনা পজিটিভ আসে।

[৫]এদিকে শনিবার রাত থেকে খোরশেদের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাঁচপুরের সাজেদা হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। স্ত্রী লুনার জন্য একটু আইসিইউ সাপোর্ট পেতে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিলেন স্বামী খোরশেদ। পরে রবিবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে খোরশেদ লেখেন, ‘অবশেষে আমি ও আমার স্ত্রী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছি।’

[৬]এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর খোরশেদ মুঠোফোনে বলেন, ‘আমি এখন স্কয়ার হাসপাতালে ভর্তি হচ্ছি। এখানে আমার স্ত্রীকে আইসিইউ সাপোর্ট দেয়া হবে ইনশাল্লাহ। আমি এই ভর্তির বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি এমপি শামীম ওসমানের প্রতি। করোনা নিয়ে কোনো রাজনীতি নয়। এটা মানবতা প্রদর্শনের সময়।’

[৭]খোরশেদ বলেন, ‘এমপি শামীম ওসমান আমার স্ত্রীর অবস্থা সংকাটাপন্ন শুনে মোবাইলফোনে রবিবার দুপুরে যোগাযোগ করে স্কয়ার হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করেছেন। এমপি বলেছেন, খোরশেদ তুমি দ্রুত তোমার স্ত্রীকে নিয়ে স্কয়ারে চলে যাও। এটা রাজনীতির সময় নয়। এটা একে অপরের পাশে দাঁড়ানোর সময়। তুমি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছো। তোমার এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমারও দায়িত্ব তোমার ও তোমার স্ত্রী পাশে দাঁড়ানো।’

[৮]খোরশেদ আরও বলেন, ‘দয়া করে এ নিয়ে কোনো রাজনীতি করবেন না প্লিজ। আমি বিএনপি করি। শামীম ওসমান আওয়ামী লীগের এমপি। এখানে কে কোন দলে করে, কার প্রতি কে সহাযোগিতার হাত বাড়িয়ে দিল এগুলো নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করবেন না। এখন মানবতার সময়।’

[৮]আর শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, ‘আমি সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর। পরে বলব আমাদের প্রধানমন্ত্রী ও আমার মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল- কে কোন দল করে তা নয়। করোনায় মানবতার ভালোবাসা পৌঁছে দিতে হবে বাংলার প্রত্যেকটি ঘরে। খোরশেদ কোন দল করে এটি কোনো বিষয় নয়। সেও মানুষের সেবায় অনেক কাজ করে যাচ্ছে। দলমত নির্বিশেষে এখন দেখার বিষয় হচ্ছে ওর স্ত্রীর অবস্থা ভালো নয়। আর সেই পরিস্থিতিতে আমাদের সবার উচিত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। এটা আমার ও সবার দায়িত্ব। শুধু খোরশেদ বা তার স্ত্রী-ই নয়, এর আগেও স্কয়ার হাসপাতালে অনেক সংকাটপন্ন রোগীকে জরুরি চিকিৎসা নিতে ব্যবস্থা গ্রহণ করেছি।’ তার অনুরোধ রাখার জন্য স্কয়ার হাসপাতালের মালিক অঞ্জন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আওয়ামী লীগের প্রভাবশালী এই সাংসদ।

ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়