শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রতিবন্ধী বোনকে জেতাতে ভাইয়ের অবদান ও ভালোবাসা দেখে তাজ্জব সবাই (ভিডিও)

আক্তারুজ্জামান : [২] জয়ের আনন্দ পেতে কে না চাই? কিন্তু শারীরিক অক্ষমতা যখন আপনাকে মাঠে নামতে বাধা দেয়, তখন আপনি সেই স্বাদ পাবেন না। তবে আপনার পরিবার কিংবা বন্ধুর ভালোবাসা যদি আপনার সাথে থাকে তবে সেটা আপনি পাবেন যেকোনো ভাবেই। এটাই দেখিয়ে দিলো ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের একটি ভিডিও।

[৩] হাত-পা চালাতে অক্ষম বোন বসে আছে হুইল চেয়ারে। আর তার ছোট ভাই বাস্কেটবলের নেট নিচু করে ধরে আছে। বোনের অচল হাতে তখন বাস্কেটবল ধরা। সুস্থ হলে হয়তো নেট লক্ষ্য করেই বলটি পাঠাতে পারতো বোনটি। কিন্তু ঈশ্বর তাকে সে সুযোগটি দেননি। তবে ভাই তার বোনের মনের আশা পূরণ করেছেন।

[৪] বোনের থাকা বলটির খুব কাছে নেটটি নিয়ে বারবার বলছে ইউ ক্যান ডু ইট! ইউ ক্যান ডু ইট!! তুমি এটা পারবে, তুমি এটা পারবেই। বলতে বলতে বোন তার হাতে থাকা বলটি বাস্কেটবলের নেটে ঢুকিয়ে দিলো। আর হাততালি দিয়ে আনন্দে মেতে উঠলো ভাই-বোন ও পাশে থাকা মানুষগুলো।

[৫] এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্রেন্ডস অব অ্যাবি ম্যাক নামের একটি আইডি থেকে ভিডিওটি সংগ্রহ করেছে ইএসপিএন। ইতিমধ্যে ভিডিওটি প্রায় ১ কোটি মানুষ দেখেছে। ১০ লাখ মানুষ এটা দেখার পর শেয়ার করেছে। আর এটাতে মন্তব্য করেছেন প্রায় ৩ হাজার জন।

[৬] অ্যাবি ম্যাক একটি প্রতিবন্ধী কিশোরী। যাকে সামাজিকভাবে আনন্দ দেয়ার জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে ‘ফ্রেন্ডস অব অ্যাবি ম্যাক’ সেখানেই ভিডিওটি প্রথম পোস্ট করা হয়।

https://www.facebook.com/ESPN/videos/1217658515240781/

  • সর্বশেষ
  • জনপ্রিয়