শাহীন খন্দকার : [২] লিবিয়ায় বাংলাদেশী ২৬ শ্রমিককে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি তীব্র নিন্দা, ও প্রতিবাদ জানিয়েছেন। (৩১ মে) রোববার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই ধরণের পৈশাচিকতা সভ্য দুনিয়াকে হতবাক করে দিয়েছে।
[৩] জাপা চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় প্রেরিত প্রেসবার্তায় জানানো হয় যে, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
[৪] জাপা চেয়ারম্যান বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং যাদের হত্যা করা হয়েছে তাদের লাশ অবিলম্বে দেশে প্রেরণ এবং নিহতদের পরিবার-পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার জন্য লিবিয়া সরকারের প্রতি আমি জোর দাবী জানাচ্ছি।