শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় চাল কেলেংকারীতে এক আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি, কর্মকর্তা কারাগারে

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি : [২] বগুড়ায় আলোচিত চাল কেলেংকারীর ঘটনায় কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিএম ছানাউল্লাহকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে তাঁকে সংগঠন থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।

[৩] রোববার ৩১ মে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসানের বরাত দিয়ে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] সাংগঠনিক সূত্রে জানা যায়, কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার টি এম ছানাউল্লাহ খাদ্যবান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি দরের ৫০ কেজি ওজনের ৪১ বস্তা চাল দরিদ্রদের মাঝে বিলি না করে পাচারের সময় জনতা ধরে ফেলে। এরপর থেকে ওই নেতা গা ঢাকা দিয়ে আত্মেগোপনে রয়েছে।

[৫] অপরদিকে গাবতলী উপজেলায় সরকারি গুদাম থেকে ১৫ টন চাল কালোবাজারির সময় পুলিশ ও জনতার হাতেনাতে আটক গুদাম কর্মকর্তা (ওসি-এলএসডি) গাজী মোহাম্মদ শফিকুল সহ তিনজনকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অপর দুইজন হলেন গুদামের নৈশপ্রহরী সাদেকুল ইসলাম এবং ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের চাল ব্যবসায়ী আমজাদ হোসেন।

[৬] বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই খাদ্য গুদামটি সিলগালা করা হয়েছে এবং সোনাতলা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আব্দুল মজিদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়