শিরোনাম
◈ খালেদা জিয়ার জন্য ‌শেখ হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ: আইএএনএসের রিপোর্ট ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স এসোসিয়েশন এক্সিম ব্যাংকের এমডি নির্যাতনের ঘটনায় কথা বলতে চাচ্ছে না

বিশ্বজিৎ দত্ত : [২] বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, কোন ব্যাংকই আমাদের কাছে কোন অভিযোগ করেনি। তা ছাড়া পত্রিকায় দেখেছি বিষয়টি নিয়ে মামলা হয়েছে কাজেই কোন মন্তব্যও করতে চাচ্ছি না। ঋণের জন্য কোন ব্যাংকের এমডিকে অন্য ব্যাংকের পরিচালক মারধর করলে বাংলাদেশ ব্যাংক কোন ব্যবস্থা নিতে পারে কিনা। এ বিষয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকেতো এবিষয়ে অভিযোগ নেই।

[৩] এবিবির চেয়ারম্যান ইস্টার্ণ ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার জানান, আমাদের করার কিছু নেই। বাকিটা বোঝে নেন। তবে সাবেক চেয়ারম্যান আনিস এখান বলেন, ব্যাংকারদের সংগঠনের দ্বায়িত্ব রয়েছে তার সদস্যদের পক্ষে দাড়ানোর। ঋণের জন্য এমডিকে মারধর খুবই দু:খজনক।

[৪] ন্যাশনাল ব্যাংকের ২ পরিচালক শিকদার গ্রুপের এমডি ও পরিচালক রন হক শিকদার ও দীপু হক শিকদার ঋণ অনুমোদন না করায় এক্সিম ব্যাংকের এমডিকে আটকে রেখে মারধর ও হত্যার চেষ্টা করে। এ নিয়ে থানায় মামালার ৬দিনের মাথায় তারা ২ ভাই নিজেদের বিমান নিয়ে রুগী সেজে থাইল্যান্ড চলে যায়।

[৫] তবে সংশ্লিষ্ট অনেকইে বলছেন, এক্সিম ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদার ও শিকদার গ্রুপের দুই ভাইয়ের গোপন ঝগড়ার বহিপ্রকাশ ঘটেছে এমডিকে মারধরের মাধ্যমে। এর আগে নজরুল ইসলাম মজুমদার ও শিকদার গ্রুপের দহরম মহরম ছিল। এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নজরুল ইসলাম মজুমদার শিকদার গ্রুপকে শুভেচ্ছা জানিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়