শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স এসোসিয়েশন এক্সিম ব্যাংকের এমডি নির্যাতনের ঘটনায় কথা বলতে চাচ্ছে না

বিশ্বজিৎ দত্ত : [২] বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, কোন ব্যাংকই আমাদের কাছে কোন অভিযোগ করেনি। তা ছাড়া পত্রিকায় দেখেছি বিষয়টি নিয়ে মামলা হয়েছে কাজেই কোন মন্তব্যও করতে চাচ্ছি না। ঋণের জন্য কোন ব্যাংকের এমডিকে অন্য ব্যাংকের পরিচালক মারধর করলে বাংলাদেশ ব্যাংক কোন ব্যবস্থা নিতে পারে কিনা। এ বিষয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকেতো এবিষয়ে অভিযোগ নেই।

[৩] এবিবির চেয়ারম্যান ইস্টার্ণ ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার জানান, আমাদের করার কিছু নেই। বাকিটা বোঝে নেন। তবে সাবেক চেয়ারম্যান আনিস এখান বলেন, ব্যাংকারদের সংগঠনের দ্বায়িত্ব রয়েছে তার সদস্যদের পক্ষে দাড়ানোর। ঋণের জন্য এমডিকে মারধর খুবই দু:খজনক।

[৪] ন্যাশনাল ব্যাংকের ২ পরিচালক শিকদার গ্রুপের এমডি ও পরিচালক রন হক শিকদার ও দীপু হক শিকদার ঋণ অনুমোদন না করায় এক্সিম ব্যাংকের এমডিকে আটকে রেখে মারধর ও হত্যার চেষ্টা করে। এ নিয়ে থানায় মামালার ৬দিনের মাথায় তারা ২ ভাই নিজেদের বিমান নিয়ে রুগী সেজে থাইল্যান্ড চলে যায়।

[৫] তবে সংশ্লিষ্ট অনেকইে বলছেন, এক্সিম ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদার ও শিকদার গ্রুপের দুই ভাইয়ের গোপন ঝগড়ার বহিপ্রকাশ ঘটেছে এমডিকে মারধরের মাধ্যমে। এর আগে নজরুল ইসলাম মজুমদার ও শিকদার গ্রুপের দহরম মহরম ছিল। এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নজরুল ইসলাম মজুমদার শিকদার গ্রুপকে শুভেচ্ছা জানিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়