শিরোনাম
◈ বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার ◈ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি ◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স এসোসিয়েশন এক্সিম ব্যাংকের এমডি নির্যাতনের ঘটনায় কথা বলতে চাচ্ছে না

বিশ্বজিৎ দত্ত : [২] বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, কোন ব্যাংকই আমাদের কাছে কোন অভিযোগ করেনি। তা ছাড়া পত্রিকায় দেখেছি বিষয়টি নিয়ে মামলা হয়েছে কাজেই কোন মন্তব্যও করতে চাচ্ছি না। ঋণের জন্য কোন ব্যাংকের এমডিকে অন্য ব্যাংকের পরিচালক মারধর করলে বাংলাদেশ ব্যাংক কোন ব্যবস্থা নিতে পারে কিনা। এ বিষয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকেতো এবিষয়ে অভিযোগ নেই।

[৩] এবিবির চেয়ারম্যান ইস্টার্ণ ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার জানান, আমাদের করার কিছু নেই। বাকিটা বোঝে নেন। তবে সাবেক চেয়ারম্যান আনিস এখান বলেন, ব্যাংকারদের সংগঠনের দ্বায়িত্ব রয়েছে তার সদস্যদের পক্ষে দাড়ানোর। ঋণের জন্য এমডিকে মারধর খুবই দু:খজনক।

[৪] ন্যাশনাল ব্যাংকের ২ পরিচালক শিকদার গ্রুপের এমডি ও পরিচালক রন হক শিকদার ও দীপু হক শিকদার ঋণ অনুমোদন না করায় এক্সিম ব্যাংকের এমডিকে আটকে রেখে মারধর ও হত্যার চেষ্টা করে। এ নিয়ে থানায় মামালার ৬দিনের মাথায় তারা ২ ভাই নিজেদের বিমান নিয়ে রুগী সেজে থাইল্যান্ড চলে যায়।

[৫] তবে সংশ্লিষ্ট অনেকইে বলছেন, এক্সিম ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদার ও শিকদার গ্রুপের দুই ভাইয়ের গোপন ঝগড়ার বহিপ্রকাশ ঘটেছে এমডিকে মারধরের মাধ্যমে। এর আগে নজরুল ইসলাম মজুমদার ও শিকদার গ্রুপের দহরম মহরম ছিল। এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নজরুল ইসলাম মজুমদার শিকদার গ্রুপকে শুভেচ্ছা জানিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়