শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স এসোসিয়েশন এক্সিম ব্যাংকের এমডি নির্যাতনের ঘটনায় কথা বলতে চাচ্ছে না

বিশ্বজিৎ দত্ত : [২] বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, কোন ব্যাংকই আমাদের কাছে কোন অভিযোগ করেনি। তা ছাড়া পত্রিকায় দেখেছি বিষয়টি নিয়ে মামলা হয়েছে কাজেই কোন মন্তব্যও করতে চাচ্ছি না। ঋণের জন্য কোন ব্যাংকের এমডিকে অন্য ব্যাংকের পরিচালক মারধর করলে বাংলাদেশ ব্যাংক কোন ব্যবস্থা নিতে পারে কিনা। এ বিষয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকেতো এবিষয়ে অভিযোগ নেই।

[৩] এবিবির চেয়ারম্যান ইস্টার্ণ ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার জানান, আমাদের করার কিছু নেই। বাকিটা বোঝে নেন। তবে সাবেক চেয়ারম্যান আনিস এখান বলেন, ব্যাংকারদের সংগঠনের দ্বায়িত্ব রয়েছে তার সদস্যদের পক্ষে দাড়ানোর। ঋণের জন্য এমডিকে মারধর খুবই দু:খজনক।

[৪] ন্যাশনাল ব্যাংকের ২ পরিচালক শিকদার গ্রুপের এমডি ও পরিচালক রন হক শিকদার ও দীপু হক শিকদার ঋণ অনুমোদন না করায় এক্সিম ব্যাংকের এমডিকে আটকে রেখে মারধর ও হত্যার চেষ্টা করে। এ নিয়ে থানায় মামালার ৬দিনের মাথায় তারা ২ ভাই নিজেদের বিমান নিয়ে রুগী সেজে থাইল্যান্ড চলে যায়।

[৫] তবে সংশ্লিষ্ট অনেকইে বলছেন, এক্সিম ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদার ও শিকদার গ্রুপের দুই ভাইয়ের গোপন ঝগড়ার বহিপ্রকাশ ঘটেছে এমডিকে মারধরের মাধ্যমে। এর আগে নজরুল ইসলাম মজুমদার ও শিকদার গ্রুপের দহরম মহরম ছিল। এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নজরুল ইসলাম মজুমদার শিকদার গ্রুপকে শুভেচ্ছা জানিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়