শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]খুব সহজেই মিটছে না আইসিসি-ভারত দ্বন্দ্ব, ঝামেলায় পড়েছে অস্ট্রেলিয়াও

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই একাধিক ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এটি আরও চরমে পৌঁছাতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে ঝামেলায় পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

[৩] ভারতীয় বোর্ডের অভিযোগ, আইপিএলের প্রসার ব্যাহতের চেষ্টা করছে আইসিসি। শশাঙ্ক মনোহরের নেতৃত্বাধীন আইসিসি প্রতি ২ বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের নতুন প্রথা চালু করেছে। যা ভারতের ক্রিকেট বাণিজ্য ক্ষতিগ্রস্ত করছে। ভারতীয় বোর্ডের একাংশের সন্দেহ, আইপিএলকে প্রতিযোগিতায় ফেলতেই এত ঘন-ঘন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে।

[৫] আইসিসির অভিযোগ, ভারতীয় বোর্ডের ভিতর থেকে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে খবর ফাঁস করা হচ্ছে। গোপন ইমেইল আর গোপন থাকছে না। তবে ভারতীয় বোর্ড এর দায়িত্ব নেবে না বলে জানিয়ে দিয়েছেন শীর্ষ এক কর্মকর্তা।

[৬] অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। আর তাই চটেছে ভারত। কারণ বিশ্বকাপ বাতিল ঘোষিত হলে ওই সময়ে তারা আইপিএল আয়োজন করবে।

[৭] অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড বলেছে, এ বছর বিশ্বকাপ আয়োজন করা ঝুঁকিপূর্ণ। তাই ২০২১ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায়। কিন্তু একই বছর ভারতে আরেকটি বিশ্বকাপ হওয়ার কথা। ভারত সেটি এক বছর পিছিয়ে দিতে রাজি নয়। কারণ ২০২৩ সালে তারা ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।

[৮] এই কারণে অস্ট্রেলিয়াকেও চাপে রেখেছে ভারত। ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ক্রিকেট সূচি ঘোষণা করলেও ভারত সেটি ঝুলিয়ে দিয়েছে। ভারত এখন অস্ট্রেলিয়া সফরে যাবে কিনা তাতে বিস্তর সন্দেহ আছে। এই ঝামেলা কবে ঠিক হবে বুঝে উঠতে পারছে না অস্ট্রেলিয়াও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়