শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে বিদেশি শিক্ষার্থীরা ভালো আছে, প্রয়োজনে সহযোগিতা করা হবে : জেলা প্রশাসক

লাইজুল ইসলাম : [২] বাংলাদেশে প্রতি বছরই প্রচুর বিদেশী শিক্ষার্থীরা পড়তে আসেন। তাদের মধ্যে বরিশালের শেরই বাংলা মেডিকেলে আছেন ২৮ জন ফিলিস্তিনের ও ৫ জন নেপালের শিক্ষার্থী। লকডাউনের কারনে এদের সবারই আর্থিক সমস্যা দেখা দিয়েছে। লকডাউন শুধু আমাদের দেশেই নয় সারাবিশে^ই প্রভাব ফেলেছে। এই অবস্থায় কিছুটা সমস্যার মুখোমুখি বরিশালে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীরা।

[৩] এ বিষয়ে শেরই বাংলা মেডিকেল কলেজ বরিশালের অধ্যক্ষ প্রফেসর ডা. অসিত ভ‚ষন দাস জানান, এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা দেখা দেয়নি। তারা এমন কিছু জানায়নি। তবে লকডাউনের সময় ব্যাংক বন্ধ থাকায় কিছুটা সমস্যা হয়েছিলো। এখন সেটা কাটিয়ে উঠেছে। যদি তারা সমস্যার কথা বলে অবাশ্যই সাহায্য করা হবে।

[৪] বরিশালের জেলা প্রশাসক এস এম আজিয়র রহমান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আমি নিজে তাদের খোঁজ খবর রেখেছি। আমরা ইতমধ্যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। লকডাউনে যাতে তারা কোনো সমস্যায় না পরে সেদিকেও নজর রাখা হচ্ছে।

[৫] ডিসি আজিয়র রহমান বলেন, সারাদেশেই বিদেশি শিক্ষার্থী আছে। এরা আমাদের মেহমান। তাই এদের দিকে বিশেষ নজর রয়েছে আমাদের। অধ্যক্ষ, প্রোভোষ্টদের সঙ্গেও যোগযোগ রাখা হচ্ছে। মেডিকেলের বাইরেও দুজন শিক্ষার্থী রয়েছে। তাদেরও খোঁজখবর রাখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়