শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে বিদেশি শিক্ষার্থীরা ভালো আছে, প্রয়োজনে সহযোগিতা করা হবে : জেলা প্রশাসক

লাইজুল ইসলাম : [২] বাংলাদেশে প্রতি বছরই প্রচুর বিদেশী শিক্ষার্থীরা পড়তে আসেন। তাদের মধ্যে বরিশালের শেরই বাংলা মেডিকেলে আছেন ২৮ জন ফিলিস্তিনের ও ৫ জন নেপালের শিক্ষার্থী। লকডাউনের কারনে এদের সবারই আর্থিক সমস্যা দেখা দিয়েছে। লকডাউন শুধু আমাদের দেশেই নয় সারাবিশে^ই প্রভাব ফেলেছে। এই অবস্থায় কিছুটা সমস্যার মুখোমুখি বরিশালে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীরা।

[৩] এ বিষয়ে শেরই বাংলা মেডিকেল কলেজ বরিশালের অধ্যক্ষ প্রফেসর ডা. অসিত ভ‚ষন দাস জানান, এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা দেখা দেয়নি। তারা এমন কিছু জানায়নি। তবে লকডাউনের সময় ব্যাংক বন্ধ থাকায় কিছুটা সমস্যা হয়েছিলো। এখন সেটা কাটিয়ে উঠেছে। যদি তারা সমস্যার কথা বলে অবাশ্যই সাহায্য করা হবে।

[৪] বরিশালের জেলা প্রশাসক এস এম আজিয়র রহমান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আমি নিজে তাদের খোঁজ খবর রেখেছি। আমরা ইতমধ্যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। লকডাউনে যাতে তারা কোনো সমস্যায় না পরে সেদিকেও নজর রাখা হচ্ছে।

[৫] ডিসি আজিয়র রহমান বলেন, সারাদেশেই বিদেশি শিক্ষার্থী আছে। এরা আমাদের মেহমান। তাই এদের দিকে বিশেষ নজর রয়েছে আমাদের। অধ্যক্ষ, প্রোভোষ্টদের সঙ্গেও যোগযোগ রাখা হচ্ছে। মেডিকেলের বাইরেও দুজন শিক্ষার্থী রয়েছে। তাদেরও খোঁজখবর রাখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়