শিরোনাম
◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত ◈ বিএনপির সঙ্গে মিত্রদের দূরত্ব বাড়ছে, আসন না পেয়ে ক্ষোভ ◈ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ◈ এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার ◈ আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ◈ মেসি ম্যাজিকে প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতলো ইন্টার মায়ামি ◈ খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান ◈ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান ◈ ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে বিদেশি শিক্ষার্থীরা ভালো আছে, প্রয়োজনে সহযোগিতা করা হবে : জেলা প্রশাসক

লাইজুল ইসলাম : [২] বাংলাদেশে প্রতি বছরই প্রচুর বিদেশী শিক্ষার্থীরা পড়তে আসেন। তাদের মধ্যে বরিশালের শেরই বাংলা মেডিকেলে আছেন ২৮ জন ফিলিস্তিনের ও ৫ জন নেপালের শিক্ষার্থী। লকডাউনের কারনে এদের সবারই আর্থিক সমস্যা দেখা দিয়েছে। লকডাউন শুধু আমাদের দেশেই নয় সারাবিশে^ই প্রভাব ফেলেছে। এই অবস্থায় কিছুটা সমস্যার মুখোমুখি বরিশালে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীরা।

[৩] এ বিষয়ে শেরই বাংলা মেডিকেল কলেজ বরিশালের অধ্যক্ষ প্রফেসর ডা. অসিত ভ‚ষন দাস জানান, এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা দেখা দেয়নি। তারা এমন কিছু জানায়নি। তবে লকডাউনের সময় ব্যাংক বন্ধ থাকায় কিছুটা সমস্যা হয়েছিলো। এখন সেটা কাটিয়ে উঠেছে। যদি তারা সমস্যার কথা বলে অবাশ্যই সাহায্য করা হবে।

[৪] বরিশালের জেলা প্রশাসক এস এম আজিয়র রহমান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আমি নিজে তাদের খোঁজ খবর রেখেছি। আমরা ইতমধ্যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। লকডাউনে যাতে তারা কোনো সমস্যায় না পরে সেদিকেও নজর রাখা হচ্ছে।

[৫] ডিসি আজিয়র রহমান বলেন, সারাদেশেই বিদেশি শিক্ষার্থী আছে। এরা আমাদের মেহমান। তাই এদের দিকে বিশেষ নজর রয়েছে আমাদের। অধ্যক্ষ, প্রোভোষ্টদের সঙ্গেও যোগযোগ রাখা হচ্ছে। মেডিকেলের বাইরেও দুজন শিক্ষার্থী রয়েছে। তাদেরও খোঁজখবর রাখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়