শিরোনাম
◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে মানুষের নির্মমতার শিকার শেয়াল, বাঘডাশ ও বেজি

ডেস্ক রিপোর্ট : [২] জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়ায় অন্তত ৬ টি শেয়াল, ২ টি বাঘডাশ ও ১ টি বেজি হত্যা করেছে স্থানীয়রা। শুক্রবার ওই এলাকার টিলায় এসব বন্য প্রাণীকে স্থানীয়রা হত্যা করেছে বলে জানিয়েছেন সিলেটের প্রাণী অধিকার ও পরিবেশ কর্মীরা।

[৩] বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট এর সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বন্যপ্রাণী আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়ে বলেন, আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় এবং সচেতনতার অভাবে ক্রমেই এই এলাকায় বন্য প্রাণী হত্যা বাড়ছে।

[৪] এসব বন্যপ্রাণীর ছবি ফেসবুকে প্রকাশ করে বন্য প্রাণী ও পরিবেশ বিষয়ক সাংবাদিক হোসেন সোহেল লিখেছেন, এটা কেমন নিষ্ঠুর নির্মমতা...বনবিভাগের বন্যপ্রাণী আইনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তা না হলে বন্যপ্রাণী আইনের প্রতি অনেকের সম্মান ও শ্রদ্ধা হারিয়ে যেতে পারে এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটতেই থাকবে।

[৫] ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ বলেন, স্থানীয়রা বেশ কিছু বন্যপ্রাণী হত্যা করেছেন বলে জেনেছি, তবে কতটি তা নিশ্চিতভাবে এখনো খোঁজ নেয়া হয়নি। বনবিভাগ এ হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে এবং আমাকে অবহিত করেছেন, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

[৬] সিলেটের উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন বলেন, বন্যপ্রাণী হত্যার এ বিষয়টি জানার পর দ্রুত স্থানীয় বন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। শনিবার সকালে ফরেস্ট রেঞ্জার ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়