শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদে পর্যটনশূন্য কমলগঞ্জের পর্যটনকেন্দ্রগুলো

সাদিকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি: [২]পবিত্র ঈদকে ঘিরে প্রতি বছর মৌলভীবাজারের কমলগঞ্জে পর্যটকদের ভিড় থাকলেও করোনা ভাইরাসের কারণে এবছর পর্যটন স্পটগুলো রয়েছে পর্যটনশূন্য। প্রতি বছর ঈদ এলেই পর্যটকদের পদভারে মুখোরিত থাকে এ জনপদ। কিন্তু করোনার প্রভাব থাকায় এবছর যেন অন্যরকম এক ঈদ কাটাল পর্যটন স্পটগুলো। এতে করে পর্যটনের সাথে সংশ্লিষ্টরা বেকার হয়ে পড়েছেন। আর সরকার হারািয়েছে লাখ লাখ টাকার রাজস্ব।

[৩] এদিকে প্রতি বছর ঈদের আগে প্রতিটি পর্যটন স্পট সাজিয়ে তোলা হয় নানা সাজে। কিন্তু এবছর বৈশ্বিক করোনার কারনে বন্ধ থাকায় কোন সাজসজ্জা হয়নি।

[৪] বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সরজমিনে দেখা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত ও বীরশ্রেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ করোনাভাইরাসের কারণে বন্ধ ঘোষণা করায় ঈদে পর্যটক শূন্য রয়েছে।
পর্যটন সংশ্লিষ্ট সূত্রে যায় যায়, ঈদুল ফিতরের টানা ছুটিতে প্রতিবছর সবচেয়ে বেশি পর্যটক দেখা যায় কমলগঞ্জ উপজেলার পর্যটন স্পটগুলোতে। পর্যটন স্পটগুলোও ব্যাপক জনপ্রিয় পর্যটকদের কাছে।

[৫] এদিকে করোনা ভাইরাসের প্রভাবে পর্যটক শূন্য থাকায় হোটেল রিসোটগুলোর মালিকরাও পুঁজি হারানোর ঝুঁকিতে রয়েছেন।
এসব হোটেল-রিসোর্ট প্রতি বছর ঈদের সময় কয়েক হাজার পর্যটক আগাম বুকিং দিয়ে রাখেন। কিন্তু করোনার কারনে দীর্ঘদিন পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় পুঁজি হারানোর ঝুঁকিতে রয়েছেন হোটেল-রিসোর্ট মালিকরা।

[৬] আলাপকালে হোটেল-রিসোর্ট মালিকরা জানান, করোনায় প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণের জন্য কর্মচারী রাখতে হচ্ছে। যেহেতু কোনো আয় নেই তাই পুঁজি ভেঙে বেতন দিতে হচ্ছে তাদের।

[৭] আলাপকালে লাউয়াছড়ার ট্যুর গাইড মো. আহাদ মিয়া বলেন, আমরা প্রতি বছর বিভিন্ন উৎসবে বিশেষ করে ঈদ আসার আগে দেশী বিদেশি পর্যটকদের ফোন পেতাম ট্যুর প্লান দিতাম। আর তারা সে প্লান অনুযায়ী আসতেন। তাদের সাথে ট্যুরিষ্ট গাইড হিসাবে থাকলে তারা বিনিময়ে কিছু সম্মানি দিতেন। কিন্তু এবার মহামারি করোনার জন্য পর্যটন স্পট বন্ধ থাকায় কোন পর্যটক যোগাযোগ করেননি। এতে আমরা ইকো টুরিস্ট গাইডরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়