শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মী ছাঁটাই ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাজ্য: ঋষি সুনাক

মুসা আহমেদ: [২] করোনা মহামারীর প্রভাবে আর্থিকভাবে বিপর্যস্ত যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। বিকল্প উপায় না পেয়ে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিচ্ছে এসব প্রতিষ্ঠান। এ ধরনের পদক্ষেপের কারণে অর্থনীতিতে চরম মন্দা চলছে দেশটিতে। ফলে কর্মী ছাঁটাই ঠেকাতে নুতন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। রয়টার্স

[৩] শুক্রবার বিষয়টি জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, নাগরিকদের বেকার সুবিধা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্য। এরইমধ্যে বেশকিছু প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে বিপদের দিকে যাচ্ছে দেশের অর্থনীতি। আগস্ট থেকে প্রতিষ্ঠানগুলোকে বলা হবে যাতে করে তারা সরকারি বেকারভাতা কর্মসূচিতে কিছু বাধ্যতামূলক অবদান রাখে। এছাড়া অন্য কোন উপায় দেখছে না সরকার।

[৪] কোম্পানিগুলো আর্থিকভাবে কতটা অবদান রাখবে সেটাও জানালেন ভারতীয় বংশোদ্ভূত এ ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে বলা হবে, তারা যেন সরকারি বেকার সুবিধা কর্মসূচিতে ২০ থেকে ৩০ শতাংশ ব্যয় বহন করে। এর মূল্য উদ্দেশ্য একটাই, করোনা মহামারীর ক্ষয়ক্ষতি থেকে দেশের অর্থনীতিকে বাঁচানো।

[৫] এ স্কিমের বিষেয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, সরকারি এ পরিকল্পনা বাস্তবায়নে শ্রমিকসংঘ ও প্রতিষ্ঠানগুলোর সমর্থন প্রয়োজন। এতে করে বেকারত্ব অনেকাংশে কমে যাবে। এক্ষেত্রে বছর শেষে ৯ শতাংশের বেশি বেকারত্ব বৃদ্ধি পাবে না বলে মনে করছে ব্যাংক অব ইংল্যান্ড।

[৬] অর্থমন্ত্রীর এমন ভাষ্যে উদ্বিগ্ন বেশ কিছু প্রতিষ্ঠানের মালিক। তারা বলছেন, সরকারি এ কর্মসূচিতে অর্থ সহায়তা দেয়া আমাদের পক্ষে সম্ভব না। কারণ করোনাতে আমাদের যে আর্থিক ধস হয়েছে সেটা কাটাতেই হিমশিম খেতে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়