মহসীন কবির : [২] শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
[৩] তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৫৮২ জন। আক্রান্ত হয়েছেন ৪২৮৪৪ জন। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৪ জন নারী। ঢাকা বিভাগে ১০ জন এবং অন্যান্য জেলার ১৩ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।
[৪] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবে ১১৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।
[৫] ডা. নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৯ হাজার ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩২৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫ হাজার ১৪০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৭২ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৮১০ জন।