শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ২

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি: [২] পূর্ব বিরোধের জেরে বগুড়ায় ফিরোজ হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন ইমরান হোসেন (৩২) ও মশিউর রহমান (৩৬) নামে তাঁর দুই সহযোগী।

[৩] মঙ্গলবার রাত সাত টার দিকে বগুড়া শহরের জহুরুল নগর একতলা মসজিদ এলাকায় মাহি ভিলা নামে ছাত্রাবাসে এই হামলার ঘটনা ঘটে। নিহত ফিরোজ হোসেন বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শহরের চকসুত্রাপুর চামড়া গুদাম লেনের বাসিন্দা। বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নিহত ফিরোজের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন।

[৪] পুলিশের দাবি, ফিরোজ নিজেও চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর শহরের চকসুত্রাপুর সুইপার কলোনিতে মাদক নিয়ে খুন হন চিহ্নিত সন্ত্রাসী শাকিল আহমেদ ওরফে বি-ক্লাশ শাকিল। ফিরোজ ওই ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ছিলেন। তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএস বদিউজ্জামান।

[৫] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফিরোজের বাড়ি শহরের চকসুত্রাপুর হলেও জহুরুল নগর একতলা মসজিদ এলাকার মাহি ভিলা নামের ছাত্রাবাসে বসে অপরাধী কর্মকান্ড নিয়ন্ত্রণ করতো। ঘটনার দিন বিকেলে কয়েকজন সহযোগী নিয়ে মাহি ভিলায় আড্ডা দিচ্ছিলো ফিরোজ। রাত ৭ টার দিকে ১০-১২ জন অস্ত্রধারী মাহি ভিলায় হামলা করে। এ সময় ফিরোজ ও তাঁর দুই সহযোগীকে কুপিয়ে আহত করে।

[৬] এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা ফিরোজকে মৃত ঘোষণা করে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির টিএসআই আবদুল আজিজ মন্ডল বলেন, মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে ফিরোজ মারা গেছে। আহত ইমরানের অবস্থাও আশঙ্কাজনক।

[৭] বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার বলেন, ফিরোজ খুন হওয়ার পেছনে সাংগঠনিক কোনো বিষয় নেই। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আলাল-দুলাল গ্রুপের সন্ত্রাসীদের হাতে ফিরোজ খুন হয়। ফিরোজ নিজেও চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিল। তবে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়