শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ২৭ মে, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বিআইটিআইডি’র ল্যাব প্রধানসহ ৯৮ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট : ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাব প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ ৯৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। দেশ রূপান্তর

মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামে বিআইটিআইডি, চমেক, সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে মোট ১০১ জনের করোনা পজিটিভ আসে। এদের পুরনো তিন রোগীর পুনরায় করোনা পজিটিভ আসে। চট্টগ্রামে মঙ্গলবার কভিড-১৯ শনাক্ত হওয়া নতুন ৯৮ জনের মধ্যে নগরীর ৮৮ জন এবং উপজেলার ১০ জন রয়েছেন।

মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডি’র ল্যাবে ৩৩১টি নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে ৪৫ নগরীর এবং ৬ জন উপজেলার বাসিন্দা রয়েছেন।

সিভিল সার্জন বলেন, মঙ্গলবার শনাক্ত হওয়াদের মধ্যে বিআইটিআইডি’র ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদের নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরো চিফ চৌধুরী ফরিদসহ বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন।

অপরদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নগরীর ৪৪ জন ও উপজেলার দুই জন করোনা সংক্রমিত।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার তিনজন বাসিন্দা এবং কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এই পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৯৮৫ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি আরও জানান, অসুস্থতার কারণে আইসোলেশনে গেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

সাময়িকভাবে পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডা. মোস্তফা খালেদ আহমদকে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ দায়িত্ব দেয়া হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়