শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রেমের টানে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তপন বিশ্বাস

প্রমথ রঞ্জন সরকার (গোপালগঞ্জ প্রতিনিধি) : [২] গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বামনিয়া গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাসের বর্তমান নাম মো. শাহ আলম মীনা। আকাশসম ভালোবাসার জন্য সে সব কিছু ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

[৩] ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ইসলাম ধর্মের আচার আচরণ আর রীতি নিতি দেখে মুসলিম হয়েছেন বলে জানান তিনি।

[৪] গত ২০ মে গোপালগঞ্জ জেলা নোটারী পাবলিকের কার্যালয় থেকে এ্যাফিডেভিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তপন। পরে ২৩ মে শনিবার জনৈক হাফেজের মাধ্যমে কালিমা শরীফ পাঠ করে মুসলিম হন।

[৫] পরবর্তীতে ২৪ মে রবিবার গোপালগঞ্জ জেলা নোটারী পাবলিকের কার্যালয় থেকে শাহ আলম মীনা একই গ্রামের হাজেরা আক্তারকে কোর্ট ম্যারেজে করে বিয়ে করে।

[৬] একই দিন রাতে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে মসজিদের ইমামের মাধ্যমে তাকে আবার কালেমা পাঠ করান এবং স্থানীয়দের সাথে তাকে মুসলিম হিসাবে পরিচয় করিয়ে দেন।

[৭] স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হাজেরা আক্তার ও তপনের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই মধ্যে উভয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। তাই সে হিন্দু ধর্ম ত্যাগে করে মুসলীম ধর্ম গ্রহণ করে।

[৮] এই বিষয়ে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা বলেন, বিষয়টি মেয়ের বাবা ও তপন নতুন নাম শাহ আলম মীনা আমাকে অবগত করলে আমি এলাকার গন্য মান্য ব্যক্তিদের সম্মতিক্রমে কাজী ডেকে ইসলামের নিয়ম অনুযায়ী দ্বিতীয়বারের মত তপন নতুন নাম শাহ আলমকে এলাকার ইমাম সাহেবকে ডেকে মুসলিম শরিয়া মোতাবেক পুনরায় কাজী ডেকে মেয়ের বাবাকে হাজির রেখে ও তার সম্মতিক্রমে বিবাহের কাজ সম্পন্ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়