শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রেমের টানে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তপন বিশ্বাস

প্রমথ রঞ্জন সরকার (গোপালগঞ্জ প্রতিনিধি) : [২] গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বামনিয়া গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাসের বর্তমান নাম মো. শাহ আলম মীনা। আকাশসম ভালোবাসার জন্য সে সব কিছু ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

[৩] ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ইসলাম ধর্মের আচার আচরণ আর রীতি নিতি দেখে মুসলিম হয়েছেন বলে জানান তিনি।

[৪] গত ২০ মে গোপালগঞ্জ জেলা নোটারী পাবলিকের কার্যালয় থেকে এ্যাফিডেভিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তপন। পরে ২৩ মে শনিবার জনৈক হাফেজের মাধ্যমে কালিমা শরীফ পাঠ করে মুসলিম হন।

[৫] পরবর্তীতে ২৪ মে রবিবার গোপালগঞ্জ জেলা নোটারী পাবলিকের কার্যালয় থেকে শাহ আলম মীনা একই গ্রামের হাজেরা আক্তারকে কোর্ট ম্যারেজে করে বিয়ে করে।

[৬] একই দিন রাতে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে মসজিদের ইমামের মাধ্যমে তাকে আবার কালেমা পাঠ করান এবং স্থানীয়দের সাথে তাকে মুসলিম হিসাবে পরিচয় করিয়ে দেন।

[৭] স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হাজেরা আক্তার ও তপনের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই মধ্যে উভয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। তাই সে হিন্দু ধর্ম ত্যাগে করে মুসলীম ধর্ম গ্রহণ করে।

[৮] এই বিষয়ে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা বলেন, বিষয়টি মেয়ের বাবা ও তপন নতুন নাম শাহ আলম মীনা আমাকে অবগত করলে আমি এলাকার গন্য মান্য ব্যক্তিদের সম্মতিক্রমে কাজী ডেকে ইসলামের নিয়ম অনুযায়ী দ্বিতীয়বারের মত তপন নতুন নাম শাহ আলমকে এলাকার ইমাম সাহেবকে ডেকে মুসলিম শরিয়া মোতাবেক পুনরায় কাজী ডেকে মেয়ের বাবাকে হাজির রেখে ও তার সম্মতিক্রমে বিবাহের কাজ সম্পন্ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়