শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২৬ মে, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি নির্দেশ অনুসরণ করে ঈদ নামাজ আদায় করায় মুসল্লিদের প্রতিমন্ত্রীর ধন্যবাদ

সুজন কৈরী : [২] সরকারের নির্দেশ অনুসরণ করে সামাজিক দূরত্ব মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদসহ দেশের সকল মসজিদে মুসল্লিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে মসজিদে নামাজ আদায় করেছেন। এজন্য ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ দেশের প্রতিটি মসজিদের মুসল্লি, ইমাম, খতীব, খাদেম এবং মসজিদ ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

[৩] সোমবার সকালে বায়তুল মোকাররম এ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের প্রাক্কালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ধর্ম প্রতিমন্ত্রী এ ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে দেশের মানুষের সার্বিক স্বাস্থ্য নিরাপত্তা/ঝুঁকির বিষয় বিবেচনা করে সরকার খোলা মাঠ/ঈদগাহের পরিবর্তে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে জনগণকে নিকটবর্তী মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের অনুরোধ করা হয়েছিল।

[৪] প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মহামারি বাংলাদেশসহ সারা বিশ্বকে স্তব্দ করে দিয়েছে। দেশে করোনা শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এমন প্রেক্ষাপটে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের কাছে ঈদুল ফিতরের আনন্দের দিন উপস্থিত হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখদের পরামর্শ নিয়ে সামাজিক দূরত্ব এবং আরও কিছু শর্ত সাপেক্ষে শুধু মসজিদে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেই। আলহামদুলিল্লা সারা দেশের মুসল্লিগণ সরকারের সিদ্ধান্ত মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

[৫] তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় আমরা এভাবে করোনা ভাইরাসের মহামারি থেকে মুক্ত হয়ে শিগগির স্বাভাবিক জীবনে ফিরতে পারব ইনশাআল্লাহ।

[৬] প্রতিমন্ত্রী সার্বিক সহযোগিতার জন্য দেশের সর্বস্তরের ওলামা মাশায়েখ, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্কলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

[৭] এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ প্রমূখ। পরে ধর্ম প্রতিমন্ত্রী সকলের সঙ্গে সামাজিক দুরত্ব মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

[৮] ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়