শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড় ◈ তারেক রহমানের জন্য 'ট্রাভেল পাসের' প্রসঙ্গ কেন, পাসপোর্টের কী হলো? ◈ উখিয়া–টেকনাফ সীমান্ত দিয়ে আবারও ২৪ রোহিঙ্গার অনুপ্রবেশ, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ ◈ বাংলাদেশি ব‌লে গালি দিয়ে বাংলাভাষী ভারতীয় মুসলিম তাড়ানোয় হতাশা ওড়িশায় ◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মা‌ন্তিক মৃত্যু

সাইফুল সানি, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সা‌ড়ে তিনটার দিকে সখীপুর-শালগ্রামপুর সড়‌কের পৌরসভার কাঁচা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম সাদ্দাম হো‌সেন (১৬)। সে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার ছেলে এবং স্থানীয় এক‌টি স্কু‌লের ১০ম শ্রেণির ছাত্র।

[৩] প্রত্যেক্ষদর্শীরা জানান, সাদ্দাম তার দুই বন্ধু‌কে নি‌য়ে মোটরসাইকেলযোগে শালগ্রামপুর থে‌কে সখীপুর আসছিল। তারা পৌরসভার কাঁচা বাজা‌রের কা‌ছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়‌কের পাশে একটি ইটের দেয়ালে ধাক্কা লা‌গে। এতে মাথায় প্রচন্ড আঘাত পে‌য়ে ঘটনাস্থলেই সাদ্দাম হো‌সেন না‌মের ওই স্কুলছা‌ত্রের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর দুই আ‌রোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়ে‌ছে। অন্যজনকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৪] সখীপুর থানার ও‌সি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয় বলেন, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তি‌নি উ‌দ্বেগ প্রকাশ ক‌রে আ‌রো ব‌লেন, ঈদ উপল‌ক্ষে উপ‌জেলার বি‌ভিন্ন সড়‌কে বেপ‌রোয়া গ‌তি‌তে যুবকরা মোটরসাই‌কেল চালা‌চ্ছে। এ‌তে আ‌রো দুর্ঘটনার আশঙ্কা করা হ‌চ্ছে। অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী‌দের হা‌তে মোটরসাই‌কেল তু‌লে না দেওয়ার জন‌্য তি‌নি অ‌ভিভাবক‌দের প্রতি আহ্বান জানান। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়