ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : [২] বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক লাখ শিক্ষার্থীকে অনলাইনে ফ্রি কোচিং করাবে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন কোচিং প্রতিষ্ঠান "কোর্স ক্যাব (CourseCab)"। পবিত্র ঈদ-উল-ফিতরের দিন এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোর্স ক্যাবের প্রতিষ্ঠাতা হাসান বিশ্বাস।
[৩] হাসান বলেন, করোনা ভাইরাসের হাত থেকে কবে বাংলাদেশ মুক্তি পাবে তা বলা প্রায় অসম্ভব। তবে স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান, তারা থেমে নেই। প্রতিবছর এইচএসসি পরীক্ষার পর সিংহভাগ স্বপ্নবাজ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে ভর্তি হয়। তবে মহামারি করোনা ভাইরাসের ফলে এবছর থেকে যায় জীবনের ঝুঁকি । শিক্ষার্থীদের এই ঝুঁকির হাত থেকে বাঁচাতে ফ্রি অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর আয়োজন করেছে 'কোর্স ক্যাব'।
[৪] কারা ক্লাস নিবে এই অনলাইন কোচিং-এ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই কোচিং এ ক্লাস নিবেন। তারা প্রত্যেকে দক্ষ ও অত্যন্ত মেধাবী। আমাদের কোচিং-র নিয়মিত ক্লাস করলে ঘরে বসেই নিরাপদে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন শিক্ষার্থীরা।
[৫] অনলাইন কোচিং-এ কি অফলাইন এর মতো সেবা দেওয়া সম্ভব? উত্তরে প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, আমরা একটি পূর্ণাঙ্গ অনলাইন ভর্তি কোচিং নিয়ে এসেছি। নিয়মিত ক্লাস করলে নিঃসন্দেহে অফলাইনের থেকে বেশি উপকৃত হবে শিক্ষার্থীরা। দেশের অফলাইন কোচিংগুলো অনেক বেশি কমার্শিয়াল। সাপ্তাহে ২-৩ টি ক্লাস নিয়ে থাকে এই কোচিংগুলো। তাদের প্রতিটা ক্লাসের ব্যাপ্তিকাল এক থেকে দেড় ঘণ্টা হয়ে থাকে। এই সময়ের পরে শিক্ষার্থীরা চাইলেও শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারে না। অন্যদিকে আমরা সাপ্তাহে ৬ দিন ক্লাস নিয়ে থাকি। অল্প টপিক খুব সুন্দর করে বুঝিয়ে থাকি। ক্লাসের পরে ক্লাসের ভিডিও শিক্ষার্থীদের সংরক্ষনের সুযোগ রয়েছে। ফলে কোন শিক্ষার্থী না বুঝলে সে বারবার ক্লাস লেকচার দেখতে পারবে। এছাড়া প্রয়োজনীয় নোট'স পিডিএফ আকারে শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। যা শিক্ষার্থীদের অনেক বেশি সাহায্য করে থাকে। শুধু তাই না, সাপ্তাহের যেকোন দিন, যেকোন সময়, যেকোন সমস্যার কারণে আমাদের সাথে সাথে শিক্ষার্থীরা যোগাযোগ করলে আমরা সব ধরণের সমস্যার সমাধান দিয়ে থাকি। যা অন্য কোন কোচিং দিতে পারে না। আমরা অফলাইন থেকে ভালো সেবা দিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।
[৬] তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বেশিরভাগ শিক্ষার্থী কোচিং করতে ঢাকাতে আসেন। ঢাকা শহরের এই জ্যামের নগরীতে, সারাদিন স্কুল কলেজ করে আবার কোচিং সেন্টারে দৌড়ানো, যেতে আসতেইতো কত সময় নষ্ট হয়ে যায়। তার চেয়ে বাসায় বসে অনলাইন ক্লাস নিসন্দেহে সুবিধাজনক।
[৭] কোর্স ক্যাব সম্পর্কে তিনি জানান, কোর্স ক্যাব দেশের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন কোচিং। এই প্ল্যাটফর্মের সাহায্যে দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীরা পড়তে পারেন। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ছাড়াও মাত্র ২০০ থেকে ৫০০ টাকা মাসিক খরচে যেকোনো বিষয়ে শিক্ষার্থীরা একা ও ব্যাচে প্রাইভেট পড়তে পারবেন।
[৮] কোর্স ক্যাবের বিশেষত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেকগুলো ধাপ অতিক্রম করে তারপর শিক্ষক নিয়োগ করি। আমাদের প্রায় ৭০ জন ভেরিফাইড শিক্ষক রয়েছে। আমাদের শিক্ষকদের স্পেশাল একটি গুণ হচ্ছে, তারা কঠিন কঠিন বিষয়গুলো খুব সহজে বুঝিয়ে থকেন। এছাড়া আমরা মাত্র ২০০ থেকে ৫০০ টাকায় যেই সেবাটি দিয়ে থাকি, তা ২০০০ টাকার কমে পাওয়া অসম্ভব। তাই আমরা বাকিদের থেকে স্পেশাল। আমরা আমাদের গুণগত মান সর্বদা ধরে রাখতে চেষ্টা করবো।
[৯] কিভাবে এই ফ্রি অনলাইন কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হবেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ফেসবুক পেজ 'CourseCab' এ ম্যাসেজ করে কিংবা সরাসরি আমাদের সাথে ফোনকলে যোগাযোগ করে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবে। যোগাযোগের নাম্বারঃ ০১৩০৩৫৭৭০২৯,০১৭৫১৯৫৪৬২৯।