শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশফিক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের রাঙা বউ : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : [২] টেলিভিশনের পর্দায় দর্শকরা ক্রিকেটারদের খেলা দেখেন, ক্রিকেটারদের আলোচনা শোনেন। বলা চলে দর্শকরা বাইরে থেকে যা দেখতে পান সবই ফরমাল। তবে, ড্রেসিংরুমে কিংবা হোটেলে অন্য সবার মতো ক্রিকেটাররাও দুষ্টুমি করেন, মজা করেন। নিজেদের মতো করে সময় কাটান, আড্ডায় মেতে ওঠেন।

[৩] বাংলাদেশ দলের ক্রিকেটাররা যখন বাইরের দেশে সফরে যান তখন একদিন নিজেরা রান্না করে খান। আর এই রান্না করার আয়োজন করেন তামিম ইকবাল। রাঁধেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। রান্না করার বাইরেও মুশফিকুর রহিম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, রুমের সব জিনিসপত্র সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করেন। সবকিছু মিলিয়ে মজার ছলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘মুশফিক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের বউ, রাঙা বউ’। - ঢাকাটাইমস

[৪] শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আড্ডায় মাতেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তখন এই চার তারকা তাদের অনেক মজার ঘটনা তুলে ধরেন।

[৫] এ সময় তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশ দলে আমরা সবসময় একটা জিনিস উপভোগ করি। যখন আমরা দেশের বাইরে যাই, তখন সুযোগ-সুবিধা পেলে যেকোনো একদিন নিজেরা রান্না করে খাই। এখন এই কাজের দায়িত্ব নিয়েছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। তার কাছ থেকেই শুনি।

[৬] মুশফিকুর রহিম বলেন, ‘বাইরে এক-দেড় মাসের সফরে গেলে এমনিতেও আমরা একটু অবসাদগ্রস্ত হয়ে পড়ি। বাইরের খাওয়া তো আসলে বাসার মতো হয় না। আমি মনে করি যে, এটার কৃতিত্ব অনেকাংশে তোর (তামিম)। কারণ উদ্যোক্তার কাজটা তুই করিস। বাজার করা, রান্নাঘর ঠিক করা- এসব কাজ তুই করিস। পরে আমরা বাকিরা সাহায্য করি।

[৭] এসময় ইমরুল কায়েসকে মূল শেফ হিসেবে জানান মুশফিক। একইসঙ্গে নিজের রান্নার রহস্য হিসেবে স্ত্রীর কথাও স্বীকার করেন তিনি। মুশফিক বলেন, ‘রান্নার দিক থেকে আসলে ইমরুলই মেইন শেফ। আমিও চেষ্টা করি। আমার স্ত্রী হোয়াটসঅ্যাপে সবসময় আমাকে এটা-ওটা পাঠায়, কোনটার পরে কী দিতে হবে সব বলে বলে দেয়। এভাবেই করি আর কি। -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়