মাসুদ আলম : [২] রোববার সকাল সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ভাই জসিম উদ্দিন হাজারী। ছেলের মৃত্যু শোক সইতে না পেরে এক ঘণ্টা ব্যবধানে ধানমন্ডির বাসায় মারা যান মা দেল আফরোজ বেগম (৭৫)।
[৩] শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে জসিম উদ্দিন হাজারীকে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দেল আফরোজ বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ছিলেন ৪ ছেলে ও ৩ মেয়ের জননী।
[৪] অন্যদিকে জসিম উদ্দিন হাজারী মৃত্যুকালে স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন ব্যবসায়ী। পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। ফেনীতে তাদের দাফন করা হবে।