শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[ ১] প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ যুবলীগের  

সমীরণ রায় : [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রীর বিতরণ করেছে যুবলীগ।   যুবলীগের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে  অসহায়, দিন-মজুর, মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

[৩] রাজধানীর সুত্রাপুর থানার বিভিন্ন এলাকার  একহাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ সামগ্রী ও খাদ্য সামগ্রীর বিতরণ করেন তিনি। ঈদ উপহারের মধ্যে রয়েছে, শাড়ি- লুঙ্গি, পাঞ্জাবি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, পোলাও'র চাল ২ কেজি, ভাতের চাল ৮ কেজি,  তেল ১ লিটার, চিনি ২ কেজি,আলু ২ কেজি,পিঁয়াজ ১ কেজি, লাচ্ছি সেমাই, লাল সেমাই, গুড়াদুধ, ছোলা,খেজুর ।    দেশে বৈশ্বিক মহামারী করোনার কারণে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে বিপাকে পড়া দিনমজুর, অসহায় ৪ হাজার মানুষ মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  শুধু তাই নয়, রমযানের প্র‍থম দিন থেকে প্রতি মধ্যরাতে পথবাসী, অসহায়, ছিন্নমূলের প্রায় তিন হাজার মানুষকে রান্না করা সেহরির খাবার পৌঁছে দিয়েছেন। সন্ধ্যায় ইফতার এছাড়াও রাজধানীর যেকোন প্রান্ত থেকে সহযোগিতা চেয়ে ফোন আসলে তার পরিচয় গোপন রেখে নিজস্ব কর্মী দিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

[৪] গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার আনন্দের বার্তা নিয়ে এসেছে ঈদ। করোনার এ সংকটকালে শেখ হাসিনার পক্ষে ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমার এ আয়োজন।  ঈদ হোক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত। শেখ হাসিনার পক্ষে মানবিক কল্যাণে অসহায়, কর্মহীন মানুষ বিশেষ করে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত দিনাতিপাত কষ্ট করছেন, তাদের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রীর বিতরণ করে যাচ্ছি।

[৫] ঈদ উপহার বিতরণ কাজে সহযোগিতা করেছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের উপ- মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক খন্দকার রিয়াজ আহমেদ ফালায়,৪৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হজ্বী মোঃ স্বপন,সাবেক সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগে সাধারণ সম্পাদক কাওসার হক, সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ ফিরোজ প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়