শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতির শুরু থেকে ব্যক্তিগত উদ্যেগে সাধারনের পাশে দাঁড়িয়ে এক অনবদ্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন রাজশাহীর রকি কুমার ঘোষ! 

মুসবা তিন্নি : [২] এই পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষকে খাদ্য সহায়তা করেছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ। প্রাকৃতিক দূর্যোগ করোনা এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় আম্পানের কারণে রাজশাহীর সাধারণ মানুষকে নানা প্রকার বিপাকে পড়তে হয়েছে। তাই শুরু থেকেই রাজশাহীর জনসাধারণের জন্য নিজস্ব ইচ্ছা এবং সাধ্যকে কাজে লাগাচ্ছেন এই মানবিক মানুষটি।

[৩] উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর ২৬শে মার্চ থেকে সারাদেশে অঘোষিত লকডাউন শুরু হয়। এতে করে সাধারণ মানুষের নিত্যদিনের আয় রোজগার একেবারে থমকে যায়। করোনার এই মহামারীর প্রাক্কালে রাজশাহীতে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো পরিবার নিয়ে যেনো অভুক্ত না থাকে সে জন্য অনেকটা মানবিক চিন্তা থেকেই খাদ্য সহায়তা দিয়ে তাদের পাশে থাকছেন রকি কুমার ঘোষ। এছাড়াও সাহায্য চেয়ে বলতে না পারা মধ্যেবিত্তদের পাশেও শক্ত হাতে দাঁড়িয়েছেন তিনি। অনেকটা প্রচার বিমুখভাবই কাজ করছেন মধ্যেবিত্তদের সহায়তায়।

[৪] কেনো এই অনবদ্য মানবিকতা জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলাতে খুব একটা সুন্দর ছিলোনা অামার জীবন। অনেককিছুর অভাবের মধ্যে দিয়েই পাড়ি দিতে হয়েছে আমাদেরকে। বিশেষ করে পেটের ক্ষুদা যে কতটা নির্মম হতে পারে সে সম্পর্কে আমি খুব ভালো জানি। বর্তমানে নিজের পরিশ্রম এবং সাধনার কারণে সৃষ্টিকর্তার কল্যানে অামার অবস্থার পরিবর্তন হয়েছে,  তাই নিজের সাধ্যকে কাজে লাগিয়ে আমার নেতা রাজশাহী সিটি মেয়র জনাব খায়রুজ্জামান লিটনের অাদর্শে রাজশাহীর সাধারণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনার মধ্যেই আম্পানের মতো ঘূর্ণিঝড়ে রাজশাহীর সাধারণের অারো অনেক ক্ষতি হয়েছে তাই চেষ্টা করছি যতটুকু সম্ভব আমি খোঁজ নিয়ে তাদের সাহায্য করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়