শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতির শুরু থেকে ব্যক্তিগত উদ্যেগে সাধারনের পাশে দাঁড়িয়ে এক অনবদ্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন রাজশাহীর রকি কুমার ঘোষ! 

মুসবা তিন্নি : [২] এই পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষকে খাদ্য সহায়তা করেছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ। প্রাকৃতিক দূর্যোগ করোনা এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় আম্পানের কারণে রাজশাহীর সাধারণ মানুষকে নানা প্রকার বিপাকে পড়তে হয়েছে। তাই শুরু থেকেই রাজশাহীর জনসাধারণের জন্য নিজস্ব ইচ্ছা এবং সাধ্যকে কাজে লাগাচ্ছেন এই মানবিক মানুষটি।

[৩] উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর ২৬শে মার্চ থেকে সারাদেশে অঘোষিত লকডাউন শুরু হয়। এতে করে সাধারণ মানুষের নিত্যদিনের আয় রোজগার একেবারে থমকে যায়। করোনার এই মহামারীর প্রাক্কালে রাজশাহীতে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো পরিবার নিয়ে যেনো অভুক্ত না থাকে সে জন্য অনেকটা মানবিক চিন্তা থেকেই খাদ্য সহায়তা দিয়ে তাদের পাশে থাকছেন রকি কুমার ঘোষ। এছাড়াও সাহায্য চেয়ে বলতে না পারা মধ্যেবিত্তদের পাশেও শক্ত হাতে দাঁড়িয়েছেন তিনি। অনেকটা প্রচার বিমুখভাবই কাজ করছেন মধ্যেবিত্তদের সহায়তায়।

[৪] কেনো এই অনবদ্য মানবিকতা জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলাতে খুব একটা সুন্দর ছিলোনা অামার জীবন। অনেককিছুর অভাবের মধ্যে দিয়েই পাড়ি দিতে হয়েছে আমাদেরকে। বিশেষ করে পেটের ক্ষুদা যে কতটা নির্মম হতে পারে সে সম্পর্কে আমি খুব ভালো জানি। বর্তমানে নিজের পরিশ্রম এবং সাধনার কারণে সৃষ্টিকর্তার কল্যানে অামার অবস্থার পরিবর্তন হয়েছে,  তাই নিজের সাধ্যকে কাজে লাগিয়ে আমার নেতা রাজশাহী সিটি মেয়র জনাব খায়রুজ্জামান লিটনের অাদর্শে রাজশাহীর সাধারণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনার মধ্যেই আম্পানের মতো ঘূর্ণিঝড়ে রাজশাহীর সাধারণের অারো অনেক ক্ষতি হয়েছে তাই চেষ্টা করছি যতটুকু সম্ভব আমি খোঁজ নিয়ে তাদের সাহায্য করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়