নওগাঁ প্রতিনিধি : [২] আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মোর্শেদ।
[৩] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষার ফলাফলে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন পুলিশ ও একজন কিশোরী রয়েছে। এছাড়া, পত্নীতলায় ২ জন এবং আত্রাইয়ে এক ও পোরশায় একজন করোনা রোগী রয়েছে।
[৪] জেলা সিভিল সার্জন ডা. আ.ম. আখতারুজ্জামান আলাল জানান, নতুন আক্রান্ত ১২ জনসহ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।
[৫] এর মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শক গত ২২ মে রাতে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সম্পাদনা : জেরিন আহমদ